জাতীয়নির্বাচনী হালচালরাজনীতি

‘আজ সন্ধ্যায় তফসিল ঘোষণা, জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে আজ বুধবার (১৫ নভেম্বর)। সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ভাষণেই তফসিল ঘোষণা করবেন সিইসি। সকাল ১০টায় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন ইসি সচিব মো. জাহাংগীর আলম।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে সামনে রেখে বুধবার (১৫ নভেম্বর) বিকাল ৫টায় বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন।

ইসি সচিব জানান, বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে প্রচারিত ভাষণেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবেন সিইসি। তফসিল অনুযায়ী নির্বাচন হতে পারে জানুয়ারির প্রথম সপ্তাহে।

বিএনপিসহ অন্যান্য দলের ডাকা অবরোধ, রাজনৈতিক সহিংসতা, বড় দলগুলোকে সংলাপে বসতে যুক্তরাষ্ট্রের উদ্যোগ- এমন পরিস্থিতির মধ্যেই তফসিল ঘোষণা করতে যাচ্ছে কমিশন। এ প্রসঙ্গে কমিশন সচিব জানান, যুক্তরাষ্ট্রের চিঠি সম্পর্কে কমিশন অবগত নয়।

ইসি সচিব আরও জানিয়েছেন, আইন অনুযায়ী কমিশন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। কমিশনের দিক-নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তফসিল ঘোষণাকে কেন্দ্র করে জোরদার করা হয়েছে নির্বাচন কমিশনের নিরাপত্তা।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close