এমদাদুল্লাহ্, বজ্রধ্বনি:
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে, আল্লামা আযহার আলী আনোয়ার শাহ রহ. ফাউন্ডেশনের আয়োজনে তাড়াইল উপজেলার জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা বৃহস্পতিবার (৯ নভেম্বর) তাড়াইল সাচাইল দারুল হুদা কাছেমুল উলুম মাদরাসায় অনুষ্ঠিত হয়েছে।
মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে ও আকতার আছেফা মেমোরিয়াল ট্রাস্টের অর্থায়নে অনুষ্ঠিত হিফজুল কুরআন প্রতিযোগিতায় তাড়াইল উপজেলার ৩৯টি মাদরাসা থেকে চারটি গ্রুপে ২৩২ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকেই পুরস্কৃত করা হয়। এরমধ্যে কৃতিত্বপুর্ণ ফলাফলের জন্য ১৫টি মাদরাসার ৫০ জন ছাত্রকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়েছে। তাদের মধ্য থেকে ১১টি মাদরাসার ২৫ জন ছাত্র আগামী ৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য কিশোরগঞ্জ জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশহগ্রহণের যোগ্যতা অর্জন করায় তাদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলেদেন অতিথিরা।
সকাল ৯টা থেকে দিনব্যাপী অনুষ্ঠিত এ প্রতিযোগিতা শেষে বিকাল ৩টায় মাদরাসা মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ আল জামিয়াতুল ইমদাদিয়ার শায়খুল হাদিস আল্লামা শফিকুর রহমান জালালাবাদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল জামিয়াতুল ইমদাদিয়ার প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমদ রশিদ, তাড়াইল উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন, তানজিমুল মাদারিসিল আল আরাবিয়া কওমিয়ার মহাপরিচালক মাওলানা ফজলুর রহমান।
এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, তাড়াইল সাচাইল দারুল হুদা কাছেমুল উলুম মাদরাসার শায়খুল হাদিস মাওলানা ছাদেকুর রহমান, তাড়াইল সাচাইল (সদর) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইম দাদ খান নওশাদ, তাড়াইল প্রেস ক্লাব সভাপতি দেওয়ান ফারুকদা খান, জাওয়ার ইমদাদুল উলুম মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা আইনুল ইসলাম, শাহ সেকান্দর মদিনাতুল উলুম কওমি মাদরাসার মুহতামিম মাওলানা সৈয়দ আবু সায়েম, আল্লামা আযহার আলী আনোয়ার শাহ রহ. ফাউন্ডেশনের সভাপতি মাওলানা জুবায়ের আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা বোরহান উদ্দিন প্রমুখ।