জাতীয়রাজনীতি

বিএনপিকে নিশ্চিহ্ন করার স্বপ্ন দুঃস্বপ্নই রয়ে যাবে : রুহুল কবির রিজভী

সরকারের পদত্যাগসহ এক দফা দাবী আদায়ের লক্ষে বিএনপি’র ডাকে ৪৮ ঘন্টা (দ্বিতীয় দফার দ্বিতীয় দিন) দেশব্যাপী সড়কপথ, রেলপথ ও নৌপথ সর্বাত্মক অবরোধ সমর্থনে রাজধানীর খিলগাঁও তালতলায় শান্তিপূর্ণ মিছিল হয়েছে বলে জানিয়েছে দলটি। এসময় উপস্থিত ছিলেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, নির্বাহী কমিটি’র সদস্য আকরামুল হাসানসহ বিএনপির নেতাকর্মীরা।

এছাড়া, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ১ দফা দাবীতে দেশব্যাপী সর্বাত্মক অবরোধের সমর্থনে বনানী ১১ নম্বর রোডে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি হাসান জারিফ তুহিন ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল এর নেতৃত্বে মিছিল হয়েছে।
টার্গেটকৃত ব্যক্তিকে বাসায় না পেয়ে তাদের পিতা, ভাই কিংবা অন্য সদস্যদেরকে অন্যায়ভাবে আটক করে নিয়ে যাচ্ছে। আটককৃত নেতাকর্মী কিংবা তাদের আত্মীয়-স্বজনদেরকে থানায় নিয়ে গিয়ে অবর্ণনীয় নির্যাতন করা হচ্ছে। বিএনপিকে নিশ্চিহ্ন করতে দেশে শুরু হয়েছে স্বৈরশাহীর মহাতান্ডব। তবে বিএনপিকে নিশ্চিহ্ন করার স্বপ্ন দুঃস্বপ্নই রয়ে যাবে। জনগণকে সাথে নিয়ে বর্তমান অবৈধ শাসকগোষ্ঠীর পতন ঘটাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি দৃঢ়প্রতিজ্ঞ। বিএনপি ঘোষিত আন্দোলন কর্মসূচিতে ভয় পেয়েই নেতাকর্মীদের গ্রেফতার করেছে বলে দাবি করেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব।

অন্যান্য দিনের মতো হাইকোর্ট এলাকায় মিছিল ও সমাবেশ করেছে বিএনপি পন্থি আইনজীবীরা। অবরোধের সমর্থনে রাজধানী আরো কয়েকটি এলাকায় বিএনপি, যুবদল, সেচ্ছাসেবকদল ও ছাত্রদলের উদ্যোগে মিছিল হয়েছে।

এদিকে, গতকাল সন্ধ্যায় মিরপুর থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ এক বিবৃতিতে তিনি বলেন, “বিএনপিসহ বিরোধীদলের নেতাকর্মী এবং সাধারণ জনগণ এখন ‘৭১ সালের  দুর্বিষহ দিনগুলোর চেয়েও চরম সংকটকাল অতিক্রম করছে। সেই সময় দেশের মানুষ যেমন হানাদার বাহিনীর ভয়ে দ্বিকবিদিক জ্ঞানশূন্য হয়ে পালিয়ে বেড়াতো, স্বাধীনতার অর্ধ শতাব্দী কাল পরেও তেমনিভাবে এদেশের মানুষ এখন আওয়ামী স্বৈরশাসকের আইন-শৃঙ্খলা বাহিনীর ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। পুলিশ দিনে-রাতে যেকোন সময় নেতাকর্মীদেরকে ধরতে বাড়িতে বাড়িতে হানা দিচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close