স্টাফ রিপোর্টার, বজ্রধ্বনি: ফিলিস্তিনে ইসরাইলী হামলার প্রতিবাদে কিশোরগঞ্জের তাড়াইলে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা খেলাফত মজলিস।
(১৮ অক্টোবর) বুধবার সকাল সাড়ে ১০টায় বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকা থেকে শুরু করে হাসপাতাল রোড, মাদরাসা মার্কেট ও উপজেলা পরিষদ মার্কেট হয়ে তাড়াইল সাচাইল দারুল হুদা কাছেমুল উলুম মাদরাসা মাঠে উলামায়ে কেরাম ও তৌহিদী জনতার ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে যোগদান করে।
তাড়াইল উপজেলা খেলাফত মজলিসের সহ সভাপতি মাওলানা মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক মাওলানা হাসানুল ইসলাম ইয়াসীনের নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা এমদাদুল্লাহ্, কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা সোহাইল আহমাদ, তাড়াইল উপজেলা শাখার বায়তুলমাল সম্পাদক মাওলানা সোহাইল আহমাদ, শিক্ষা ও সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা গোলাম মোস্তফা, শ্রম বিষয়ক সম্পাদক আলী এমদাদ খান নাজমুল, ধলা ইউনিয়ন শাখার সভাপতি ফরিদ উদ্দিন, তালজাঙ্গা ইউনিয়ন শাখার সভাপতি মাস্টার আবুল কাশেম, দিগদাইড় ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হাফেজ মো. আনোয়ার হোসেন, জাওয়ার ইউনিয়ন শাখার মাওলানা জিয়াউল হক, ইসালামী যুব মজলিসের উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য আরিফুল ইসলাম, মাওলানা রিফাত আহমাদ, ইসালামী ছাত্র মজলিস নেতা নাজির আহমাদসহ কয়েকশত জনশক্তি মিছিলে অংশহগ্রহণ করে।