জাতীয়

বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনে হাজারো মানুষের ঢল

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে সমাবেশ করছে বিএনপি। এতে হাজার হাজার নেতাকর্মীদের ঢল নেমেছে।

সরজমিনে দেখা গেছে, সমাবেশকে কেন্দ্র করে বেলা ১টা থেকে ঢাকা মহানগরের বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে শত শত নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে আসছেন। নেতাকর্মীরা দলীয় ও জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন এবং প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দিচ্ছেন। তারা প্রিয় নেত্রীর মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে সোচ্চার। দুপুরের পর নয়াপল্টনে ব্যাপক লোক সমাগম দেখা গেছে।

এদিকে সমাবেশকে ঘিরে নয়াপল্টনে এলাকায় পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছেন তারা।
ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ডা. ফরহাদ হালিম ডোনার এতে সভাপতিত্ব করছেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদ সমাবেশ সঞ্চালনা করছেন।

সমাবেশে অংশ নিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহম্মেদ আজম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, জয়নাল আবেদীন ফারুক প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close