সিদ্ধিরগঞ্জ
স্ত্রী, ছেলে ও ছেলের বউয়ের নির্মমতার স্বীকার হয়ে রাস্তায় বৃদ্ধ, এ কেমন বর্বরতা?
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ আদমজীনগর বিহারি ক্যাম্প এলাকায় স্ত্রী, ছেলে ও ছেলের বউয়ের নির্মমতার স্বীকার হয়ে রাস্তায় বৃদ্ধ, এ কেমন বর্বরতা?
বিশেষ প্রতিবেদন, সাক্ষাৎকার গ্রহণ ও ভিডিও সম্পাদনাকারীঃ ইসমাইল হোসেন রাফি (নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি)। প্রতিবেদন প্রস্তুতকারীঃ রাকিবুল ইসলাম ইফতি।
১৬ অক্টোবর ২০২৩ সোমবারঃ কর্মক্ষমতা হারানোর ফলে পরিবারে অর্থনৈতিক ভূমিকা রাখতে না পারায় পরিবারের অবহেলায় রাস্তায় কুকুরের পাশে দিনরাত পার করেছেন আবদুল খালেক। জীবন-যৌবন উজার করে, পরিশ্রম করে যে স্ত্রী, সন্তান বড় ছেলে শাকিল, ছোট ছেলে জামিলকে লালন-পালন করেছেন তারাই দীর্ঘ ১২-১৩ বছর ধরে অসুস্থ বৃদ্ধ আবদুল খালেককে ঘর থেকে বের করে দিয়েছেন।
শুধু তাই নয় বড় ছেলে শাকিলের বউয়ের পাশবিকতার চরম স্বীকার এই বৃদ্ধ। তার এই ধুকে ধুকে মৃত্যুর পথে যাত্রা মেনে নিতে পারেনি কিছু যুবক ও এলাকাবাসী। তারা এই বৃদ্ধকে রাস্তা থেকে উদ্ধার করে নিয়ে যান বৃদ্ধের বাড়িতে, তখনই বাদে গন্ডগোল। বৃদ্ধের বড় ছেলে শাকিলের বউ তেড়ে এসে ঝগড়া-বিবাদ শুরু করেন উদ্ধারকারী যুবকদের সাথে, এই সময় পাশে ছিলেন দৈনিক বজ্রধ্বনি ডটকমের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ইসমাইল হোসেন রাফি।
প্রতিবেদক রাফি সাক্ষাৎকার নিয়ে কথা বলেন আক্রান্ত বৃদ্ধের সাথে, এই সময় এক ভারাক্রান্ত পরিবেশ সৃষ্টি হয়। বৃদ্ধ তুলে ধরেন তার সাথে হওয়া নির্মমতার করুন বাস্তব চিত্র।
এই ঘটনায় স্থানীয় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, বৃদ্ধ বাবার সাথে ছেলে ও ছেলের বউয়ের এমন নির্মম নির্যাতন মেনে নেওয়া যায় না। বৃদ্ধের স্ত্রীর আচরণেও ক্ষুব্ধ হন আশেপাশের স্থানীয় মহিলারা। তারা বলেন, একজন স্ত্রী কখনোই তার স্বামীকে রাস্তায় ফেলে দিতে পারে না।
উদ্ধারকারী যুবকদের মধ্যে মোঃতাসলিম এর বক্তব্য নিলে তারা বলেন, এই রকম অমানবিক ও নিষ্ঠুর ঘটনা দেখে আমরা মেনে নিতে পারিনি। অসুস্থ এই বৃদ্ধ লোকটি রাস্তায় কুকুরের পাশে ঘুমিয়ে থাকতো, খেতে পেত না। অথচ তার ঘর, পরিবার রয়েছে। আমরা তাই উনার সুস্থ জীবনযাপনের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি।
এসময় উপস্থিত ছিলেন মো: মিঠুন, মোঃ রাকিব, কাল্লু সহ অর্ধশতাধিক এলাকাবাসী।
আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ দর্পণ ডটকমের সম্পাদক রাকিবুল ইসলাম ইফতি।