নারায়ণগঞ্জ

রাতের আঁধারে উষ্ণতা নিয়ে শীতার্তদের পাশে লায়ন ইউসুফ আলী মাসুদ

শীতের রাতে উষ্ণতার কম্বল নিয়ে বস্তি, রেলওয়ে-বাসস্টেশন ও ফুটপাতের বিভিন্ন স্থানে ছিন্নমূল, হতদরিদ্র মানুষের সন্ধানে রাতের আঁধারে পথে ঘুরে ঘুরে শীতবস্ত্র নিয়ে ছুটেন লায়ন ক্লাব অফ ইউথ চেম্বারের প্রেসিডেন্ট, নারায়ণগঞ্জ জেলা সমিতির ত্রান ও দুর্যোগ পূর্নবাসন বিষয়ক সম্পাদক, সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীলীগের সভাপতি প্রকৌশলী লায়ন মো : ইউসুফ আলী মাসুদ।

সোমবার (০৯ জানুয়ারি) রাতে সবাই যখন ঘুমে আচ্ছন্ন তখন লায়ন ইউসুফ আলী মাসুদ শীতবস্ত্র নিয়ে ছুটে গেছেন নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন অসহায়, ছিন্নমূল মানুষের কাছে। নিজ হাতে তাদের গায়ে নতুন কম্বল জড়িয়ে দেন তিনি। তীব্র শীতে নতুন কম্বল পেয়ে মানুষগুলোর মুখে হাসি ফুটে ওঠে। এ সময় তারা তাদের শীত নিবারণে কম্বল নিয়ে এগিয়ে আসায় প্রকৌশলী লায়ন ইউসুফ আলী মাসুদের জন্য দোয়া করেন।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর সেচ্ছাসেবক ফাহাদ আহমেদ জানান, করোনা সংক্রমণ বিস্তাররোধে কঠোর লকডাউন চলাকালীন সময়ে নারায়ণগঞ্জে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে কয়েক দফা খাদ্য সামগ্রী বিতরণ করে প্রশংসায় এসেছেন মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি লাভ করা প্রকৌশলী লায়ন মো: ইউসুফ আলী মাসুদ। এছাড়াও ২০২০ সালে করোনা সংক্রমণ শুরু থেকে ব্যক্তি উদ্যোগে ফ্রি অক্সিজেন সেবা চালু করেছেন যা এখনও চলমান রয়েছে। যে কেউ ফোন দিলেই নিজেই রোগীর বাসায় পৌঁছে দিচ্ছেন অক্সিজেন সিলিন্ডার। এবার সে রাতের আঁধারে অসহায়, ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন।

এছাড়া দলীয় সব কর্মকাণ্ডেও প্রকৌশলী লায়ন মো : ইউসুফ আলী মাসুদ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এ বিষয়ে প্রকৌশলী লায়ন মো : ইউসুফ আলী মাসুদ বলেন, কনকনে শীতের রাতে প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে নেই। গরম কাপড় জড়িয়ে উষ্ণতা নিচ্ছেন সামর্থবানরা। কিন্তু চরম বিপাকে পড়েছে পথঘাটে থাকা অসহায় ও ছিন্নমূল মানুষেরা। শীতের তীব্রতায় রীতিমতো কাঁপছে তারা। আমি মানবিক দৃষ্টিকোণ থেকেই তাদের পাশে দাঁড়িয়েছি। শীত মৌসুমে আমার এই কার্যক্রম অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close