এমদাদুল্লাহ্, বজ্রধ্বনি:
দলনিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে জাতীয় নির্বাচন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আলেম-উলামা ও রাজনৈতিক নেতৃবৃন্দের মুক্তিসহ খেলাফত মজলিস ষোষিত ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১৪ অক্টোবর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ সফল করতে কিশোরগঞ্জের ভৈরব উপজেলা খেলাফত মজলিসের উদ্যোগে (২৯ সেপ্টেম্বর) শুক্রবার, বাদ আছর গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ভৈরব দূর্জয় মোড় নুরানি মসজিদ চত্বরে সংগঠনের ভৈরব উপজেলা শাখার সভাপতি মাওলানা সাইফুল ইসলাম সাহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি শায়খুল হাদিস মাওলানা আবদুল আহাদ।
সংগঠনে ভৈরব উপজেলা শাখার অফিস ও প্রচার সম্পাদক মুফতি আশরাফুল ইসলাম রাদিফের পরিচালনায় এতে বক্তব্য রাখেন খেলাফত মজলিস ভৈরব উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি শফিকুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মাওলানা আল আমীন সাদী, পৌর শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি শরিফুল ইসলাম রিজন, উপজেলা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতি ইকবাল ফারাবী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাওলানা জুনাইদ আহমদ শাবীব, উলামা বিষয়ক সম্পাদক মুফতি মতিউর রহমান।
সমাবেশে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ভৈরব পৌর শাখা সভাপতি হাফেজ মাওলানা মাসুদুল হাসান, ভৈরব উপজেলা শাখার সহসভাপতি ডাক্তার মাওলানা আনাস মাহমুদ, ইসলামী ছাত্র মজলিস নেতা তানভীর আহমদ, খেলাফত মজলিস গজারিয়া ইউনিয়ন শাখা সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আশেকে এলাহী, মাওলানা জাকারিয়া, মাওলানা আরমান হুসাইন আরিফী, আবুল বাশার, ফাইজুর রহমান প্রমুখ।