আন্তর্জাতিকরাজনীতি

ওয়াগনার প্রধান প্রিগোজিনের মৃত্যুর তথ্য নিশ্চিত করলো রুশ তদন্ত কমিটি

বিমান দুর্ঘটনার চার দিন পর ভাড়াটে সেনাদের গ্রুপ ওয়াগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে রাশিয়ার তদন্ত কমিটি। রোববার এক বিবৃতিতে কমিটি এ তথ্য নিশ্চিত করেছে।

কমিটি বলেছে, ‘প্রাপ্ত ফলাফল অনুযায়ী ১০ জন নিহতের পরিচয় নিশ্চিত হওয়া গেছে, ফ্লাইট তালিকায় থাকা নামের সঙ্গে তারা সামঞ্জস্যপূর্ণ।’

রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ চলতি সপ্তাহের শুরুতে জানিয়েছিল প্রিগোজিন এবং তার শীর্ষস্থানীয় কয়েকজন লেফটেন্যান্ট বিমানটিতে আরোহীদের তালিকায় ছিলেন।

বুধবার সন্ধ্যায় মস্কোর উত্তর-পশ্চিমাঞ্চলে বিধ্বস্ত হয় প্রিগোজিনকে বহনকারী একটি বেসরকারি বিমান। বিমানটি বিধ্বস্ত হওয়ার খবর প্রকাশের পর থেকেই এ নিয়ে নানা ধরণের জল্পনা শুরু হয়। অনেকেই বলেছেন, রাশিয়ার সরকারি সংস্থাই গুলি করে বিমানটি ভূপাতিত করেছে। তবে এর পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close