রাজনীতি
নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে সরকার ভয় পায় -মাওলানা সাখাওয়াত হোসাইন
এমদাদুল্লাহ্, বজ্রধ্বনি:
নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে সরকার ভয় পায়। দেশের বিদ্যমান সঙ্কট থেকে উত্তরণ করতে সরকারকে পদত্যাগ করে অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। প্রয়োজনে সরকারকে বাধ্য করে হলেও সুষ্ঠু নির্বাচন আদায় করা হবে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন।
(১৪ জুলাই) শুক্রবার বাদ জুমা চট্টগ্রামের আগ্রাবাদে রাজপ্রাসাদ কনভেনশন হলে খেলাফত মজলিসের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথা বলেন। মাওলানা সাখাওয়াত হোসাইন আরো বলেন, খেলাফত মজলিস কেন্দ্র ঘোষিত ৮ দফা বাস্তবায়নে এদেশের জনগণকে সাথে নিয়ে গণ আন্দোলন গড়ে তুলবে।
নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ খেলাফত মজলিসের কেন্দ্র ঘোষিত ৮ দফা বাস্তবায়নের দাবিতে অনুষ্ঠিত বিভাগীয় সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর খেলাফত মজলিসের সভাপতি অধ্যাপক এএসএম খুরশিদ আলম। সমাবেশের প্রধান বক্তা ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমান ফয়সাল।
অধ্যাপক এম সিদ্দিকের পরিচালনায় বিভাগীয় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাওলানা শায়খুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মাওলানা মাহবুবুর রহমান হানিফ, কক্সবাজার জেলা সভাপতি মাওলানা মুফতি আবু মুসা, চট্টগ্রাম মহানগর সহ সভাপতি মাওলানা মোহাম্মদ তাহের, উত্তর জেলা সহ সভাপতি মাওলানা হাবিবুল্লাহ, দক্ষিণ জেলা সহ সভাপতি মাওলানা হুমায়ুন আজাদ, উত্তর জেলা সাধারণ সম্পাদক মাওলানা আমজাদ হোসাইন, কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ইউনুস ফরাজি, দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক মাওলানা আহমদুর রহমান, উত্তর জেলা সহ সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মিনহাজ, মহানগরীর সাংগঠনিক সম্পাদক ফয়সাল কামাল মোস্তফা, দক্ষিণ জেলা প্রচার সম্পাদক মাওলানা ফৌজুল আজীম চৌধুরী, শ্রমিক মজলিস চট্টগ্রাম মহানগর সভাপতি মোহাম্মদ ইয়াহিয়া, বায়তুলমাল সম্পাদক আবুবকর সিদ্দিক আহাদ, ডবলমুরিং থানা সভাপতি মাওলানা মাহবুবুর রহমান প্রমুখ।