নারায়ণগঞ্জসাহিত্য
নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমী সম্মান পদক-২২ প্রদান
সৃজনশীল সাংস্কৃতিক গবেষক ক্যাটাগরিতে শিল্পকলা একাডেমী সম্মান পদক-২২ পেয়েছেন বাংলাদেশ কলামিষ্ট ফোরাম এর সাধারন সম্পাদক ও রূপগঞ্জ প্রেসক্লাব সভাপতি সাংবাদিক মীর আলীম। সোমবার রাতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সম্মাননার আয়োজন করা হয়।
সম্মাননা প্রাপ্তরা হলেন চিত্রশিল্পীতে কিবির আহমেদ মাসুম চিশতী, সৃজনশীল সাংস্কৃতিক গবেষণায় মীর আলীম, যন্ত্র সংগীতে লক্ষণ চন্দ্র দাস, কন্ঠ সংগীতে রাজু আহমেদ ও নাট্যকলায় ইদ্রিস আলী সম্মাননা পেয়েছেন।
এর আগে মীর আলীম ভারতের শান্তিনিকেতন পদক, লায়ন্স ক্লাব ইন্টান্যাশনাল ইউএস পদক, রোটারি ক্লাব পদকসহ বেশ কয়েকটি পদক পেয়েছেন।
জেলা কালচারাল অফিসার রুনা লায়লার সভাপতিত্বে এ সময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাকিব আল হাসান রাব্বি, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দিপু সহ অন্যান্যরা।