আড়াইহাজারনারায়ণগঞ্জস্বাস্থ্য বার্তা

নারায়ণগঞ্জে ভ্রাম্যমান টিকাদান কার্যক্রম উদ্বোধন

নারায়ণগঞ্জে যারা এখনো টিকা নিতে পারেননি তাদের দ্রুত টিকার আওতায় আনতে শুরু হয়েছে ভ্রাম্যমাণ টিকাদান কার্যক্রম।

শনিবার (২৯ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জের চাষাঢ়া জিয়া হলের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মঞ্জুরুল হাফিজ ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

জেলা প্রশাসক বলেন, কোভিড-১৯ প্রতিরোধে ভ্রাম্যমাণ ভ্যাক্সিনেশন কার্যক্রম শুরু করেছি আমরা। নারায়ণগঞ্জ একটি ইন্ডাস্ট্রিয়াল জোন হওয়ায় এখানকার শ্রমিক, রিক্সাওয়ালা, গাড়ির ড্রাইভার, পথচারীসহ অনেকেই টিকা কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারেননি বা নিতে আগ্রহ দেখান না। তাদের কথা মাথায় রেখে আমাদের এই নতুন উদ্যোগ। আশা করছি নারায়ণগঞ্জের ৮০ লক্ষ মানুষকে টিকার আওতায় আনতে সমর্থ হব। সকলের সহযোগিতা কামনা করছি।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামিম বেপারি, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান, সিভিল সার্জন ডা. আ.ফ.ম মশিউর রহমানসহ প্রশাসনের কর্মকর্তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close