কমলগঞ্জ উপজেলা

কমলগঞ্জে ইয়াবাসহ আটক ১

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধি: মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ২১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সত্য দেবনাথ (৪১) নামে একজনকে আটক করা হয়েছে।

গত রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যায় কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট বাজারে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটককৃত সত্য দেবনাথ কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের দক্ষিণ গ্রামের মৃত জগন্নাথ দেবের ছেলে।

জেলা গোয়েন্দা শাখার সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আবু নাইয়ুম মিয়ার নেতৃত্বে ডিবির একটি টিম চৈত্রঘাট বাজারের মকবুল ম্যানসন মার্কেট এর সামনে আটককৃত ব্যক্তিকে তল্লাশী করে। এসময় আটককৃত ব্যক্তির পরনের প্যান্টের পকেটে থাকা দুইটি পলিব্যাগের ভেতরে রক্ষিত ২১০ পিস লাল রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এই ঘটনায় সত্য দেবনাথ এর বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close