নির্বাচনী হালচাল

পাঁচ সিটি করপোরেশনে নির্বাচনের তারিখ ঘোষণা

গাজীপুর, রাজশাহী, সিলেট, খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভোটের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সোমবার (৩ এপ্রিল) সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৫ মে গাজীপুর সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ অঅগামী ২৭ এপ্রিল বৃহস্পতিবার, মনোনয়নপত্র যাচাইবাছাই হবে ৩০ এপ্রিল রোববার। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে ২ থেকে ৪ মে।

অন্যদিকে, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ জুন সোমবার খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৬ মে মঙ্গলবার। মনোনয়নপত্র যাচাইবাছাই ১৮ মে বৃহস্পতিবার।

 

সভা শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের বলেন, ‘আগামী ১২ জুন সোমবার খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত ভোট চলবে। উভয় সিটি নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনের প্রত্যেকটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো থাকবে। এছাড়া নির্বাচন কমিশনের তথ্য হালনাগাদ রাখার লক্ষ্যে ইসির ট্যাব ব্যবহার করে প্রতি ২ ঘণ্টা অন্তর অন্তর হালনাগাদ তথ্য সংগ্রহ করার কাজ অব্যাহত রাখা হবে।’

পাশাপাশি, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২১ জুন সোমবার রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই দুই সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৩ মে এবং মনোনয়নপত্র যাচাইবাছাই ২৫ মে বৃহস্পতিবার।

ইসি সচিব বলেন, ‘সিলেট সিটি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন সিলেট অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং রাজশাহী সিটি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। এইক্ষেত্রে তাদের সহযোগিতা করার প্রতি তিনটি সাধারণ ওয়ার্ড এবং একটি সংরক্ষিত আসনের জন্য একজন করে সহকারী রিটার্নিং অফিসার থাকবেন। পরবর্তীতে আশেপাশের জেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের মধ্যে থেকে নির্বাচিত করা হবে।’

এছাড়া আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই স্বচ্ছ ব্যালট ব্যাপারে নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব।

এর আগে, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অপর ৪ কমিশনার উপস্থিত ছিলেন। এসময় ৫ সিটি করপোরেশন নির্বাচন, সংসদ নির্বাচনে ইভিএম-এর ব্যবহার, সাংবাদিক ও গণমাধ্যকর্মীদের জন্য নীতিমালা, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির (বিএমটিএফ) সঙ্গে চুক্তি অনুমোদন ও বিবিধ বিষয় নিয়ে আলোচনা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close