Uncategorized

মদনগঞ্জ লেক ও খালের খনন কাজ শুরু

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ডে’র মদনগঞ্জ ছৈয়ালবাড়ী ঘাট হইতে মাহমুদ নগর পর্যন্ত খাল খননের কাজ পূনরায় শুরু হয়েছে। এর পূর্বে বর্ষামৌসুম ও করোনা ভাইরাসের কারনে খাল-খনন কাজ বন্ধ ছিলো। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকাল থেকেই এ খাল-খনন কাজ শুরু হয়েছে।

নাসিক মেয়র ডা, সেলিনা হায়াত আইভী ৩য় মেয়াদে নির্বাচিত হয়ে শপথের পর পরই সৌন্দর্য বর্ধনের লক্ষে খাল খননের কাজ পূনরায় শুরু করতে ঠিকাদারী প্রতিষ্ঠানকে তাগিদ প্রদান করেন। মেয়রের নির্দেশনায় তদারকি করছেন রিয়াদ,তুহিন,আক্তার সরদার,মোরশেদ ও সজীব।

 

উন্নয়ন কাজ দ্রুত গতিতে চলবে বলে তারা জানান। সেই সাথে পুরাতন এ খালের সৌন্দর্য বৃদ্ধির জন্য খালের দু’পাশে রাস্তা তৈরির কাজও শুরু হয়েছে।

এ সময় ওয়ার্ডবাসীরা বলেন, আমাদেও হ্যাট্রিক জয়ী মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভি এ এলাকার উন্নয়নের জন্য সব সময়ই দৃষ্টি রাখেন এবং আমরা আশাকরি তিনি ১৯নং ওয়ার্ডে দৃষ্টি নন্দন উন্নয়ন করবেন। যদিও ইতিপূর্বে তিনি উন্নয়ন করে অনেক প্রশংশিত হয়েছেন। আমরা মেয়র আইভীর দীর্ঘায়ু কামনা করি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close