আড়াইহাজারজেলা/উপজেলানারায়ণগঞ্জনারায়ণগঞ্জ সদরফতুল্লাবন্দররুপগঞ্জসিদ্ধিরগঞ্জসোনারগাঁও

আজ থেকে নারায়ণগঞ্জে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন শুরু

আজ থেকে শুরু হচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। এবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) ও ৫ উপজেলায় ৪ লাখ ৭২ হাজার ৭৮৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্র ধরা হয়েছে। গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সিটি কপোরেশন ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে পৃথক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানানো হয়।
জেলা সিভিল ডা. মোহাম্মদ ইমতিয়াজ জানান, আগামী ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত দুই সপ্তাহব্যাপী জেলার পাঁচটি উপজেলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হবে। এ সময়ে ১ হাজার ৫৬ কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সের ৪১ হাজার ৩৮১ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। আর ১২ থেকে ৫৯ মাস বয়সের ২ লাখ ৯৯ হাজার ৯৬৫ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইনকে সফল করতে ইতিমধ্যে আমাদের সব প্রস্তুতি সম্পন্ন করেছি। কোভিড পরিস্থিতির কারণে স্বাস্থ্যঝুঁকি রয়েছে। তাই কেন্দ্রগুলোতে সবাই ভিড় করবেন না। একসাথে সবাই না এসে কিছু সময় পর পর টিকাদান কেন্দ্রে আসবেন। তাহলে ভিড় হবে না। প্রতিটি এলাকা ভাগ করে দেয়া আছে আমাদের। কোনো শিশু বাদ যাবে না, সবাই পাবে। ভিটামিন ‘এ’ ক্যাপসুলে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এটি একটি ভিটামিন ক্যাপসুল মাত্র। এই নিয়ে কোনো গুজব ছড়ালে তাতে কান দিবেন না। এ রকম কিছু শুনলে আমাদের অবহিত করুন।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close