অপরাধচট্টগ্রাম বিভাগ

রাঙামাটিতে কাঠভর্তি চলন্ত ট্রাকে গুলিবর্ষণ, চালক গুলিবিদ্ধ

রাঙামাটিতে একটি কাঠভর্তি চলন্ত ট্রাকে অতর্কিত এলোপাতাড়ি গুলিবর্ষণ করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। এতে পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন চালক মো. ছৈয়দ আলম।

মঙ্গলবার সকালে রাঙামাটি সদরের সাপছড়ি শালবাগান এলাকার রাঙামাটি-চট্টগ্রাম সড়কে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই এলাকায় নিরাপত্তাবাহিনীর টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন রাঙামাটি কোতোয়ালি থানার ওসি আরিফুল আমিন।

এদিকে ঘটনার প্রতিবাদে বেলা ১১টায় রাঙামাটি শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেছেন স্থানীয় ট্রাকচালক ও শ্রমিকরা। এ সময় সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে কঠোর ব্যবস্থাসহ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।

জানা যায়, রাঙামাটি শহর ছেড়ে চট্টগ্রাম হয়ে ঢাকার উদ্দেশে যাওয়ার পথে সড়কের পাশে জঙ্গল থেকে ট্রাকটির ওপর লক্ষ্য করে অতর্কিত বেশ কয়েক রাউন্ড এলোপাতাড়ি গুলি করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এতে চালকের বাম পায়ে গুলি লাগে। পরে কাঠের চালানদার ও ট্রাকের সাহায্যকারী গুলিতে আহত চালককে রাঙামাটি জেনারেল হাসপাতাল নিয়ে ভর্তি করান। পরে নিরাপত্তাবাহিনীর টহল দল গিয়ে কাঠবোঝাই ট্রাকটি উদ্ধারসহ আশেপাশে অভিযান চালান এবং এলাকায় টহল জোরদার করেন। সন্ত্রাসীরা চাঁদাবাজির উদ্দেশে ট্রাকটির ওপর গুলি চালাতে পারে বলে ধারণা পুলিশের।

গুলিবিদ্ধ চালক ছৈয়দ আলমের বাড়ি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার রাণিরহাটের ঠাণ্ডাছড়ি এলাকা বলে জানা গেছে। কাঠের চালানদার জাকির হোসেন বলেন, আমরা ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার পর ওই এলাকায় উঁচু রাস্তা বেয়ে ওঠার সময় রাস্তার ডান পাশের জঙ্গল থেকে আমাদের ট্রাকের ওপর লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণ করা হয়। এতে ট্রাকের দুইটি চাকা ফেটে যায় এবং গাড়ির একাধিক অংশে ছিদ্র হয়ে চালকের পায়ে গুলি লাগে। আমরা তাৎক্ষণিক চালককে নিয়ে রাঙামাটি জেনারেল হাসপাতাল চলে যাই।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শওকত আকবর জানিয়েছেন, গুলিতে আহত চালককে ভর্তি করে সঙ্গে সঙ্গে আমরা প্রয়োজনীয় চিকিৎসা দিয়েছি। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।

কোতোয়ালি থানার ওসি আরিফুল আমিন জানান, খবর পেয়ে ঘটনার পরপরই ওই এলাকায় অভিযান শুরু করে যৌথবাহিনী। তবে এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, চাঁদাবাজির উদ্দেশে সন্ত্রাসীরা ট্রাকটির ওপর গুলিবর্ষণ করেছে। এর আগে গত ২৫ জানুয়ারি একই এলাকায় কাঠবাহী চলন্ত ট্রাকে গুলি চালায় সন্ত্রাসীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close