রাজনীতিসিলেট বিভাগ

কমলগঞ্জে মণিপুরীদের জাতীয় নেতা জননেতা হিজম ইরাবতের ১২৬তম জন্ম বার্ষিকী পালন

আর কে সোমেন, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে
মণিপুরী জাতির নবজাগরণের প্রতীকী পুরুষ ও মণিপুরীদের জাতীয় নেতা জননেতা হিজম ইরাবতের ১২৬ তম জন্মদিন পালিত হয়েছে।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ইন্টিগ্রেটেড মণিপুরী এসোসিয়েশন (ইমা) বাংলাদেশ এর আয়োজনে উপজেলার আদমপুর ইউনিয়নের ভানুবিল মাঝেরগাঁও গ্রামে অবস্থিত মণিপুরী কমপ্লেক্সে ‘ইমা বাংলাদেশ’ দিনব্যাপী নানা কর্মসুচির আয়োজন করে। কর্মসুচির মধ্যে ছিল জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, জননেতা হিজম ইরাবতের ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, মধ্যাহ্ন ভোজন, ইন্টিগ্রেটেড মণিপুরী এসোসিয়েশন (ইমা) বাংলাদেশ এর সাধারণ সভা ও নতুন কমিটি গঠন।

ইন্টিগ্রেটেড মণিপুরী এসোসিয়েশনের (ইমা) সাবেক সম্পাদক শ্রী অহৈবম রনজিৎ সিংহ এর সভাপতিত্বে ও নির্বাহী সদস্য কে এইচ সমরেন্দ্র সিংহের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কবি এ কে শেরাম। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা শ্রী মনমোহন সিংহ, আদমপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক সদস্য কে মলিন্দ্র প্রমুখ। এছাড়া মণিপুরী বিভিন্ন সংঘঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় আলোচকেরা জননেতা হিজম ইরাবতের কর্ম কীর্তি নিয়ে আলোচনা ও সাধারন মানুষের কল্যাণে তাঁর অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।

উল্লেখ্য, মণিপুরী জাতির জীবনে সূচিত নবজাগরণের প্রধান পথিকৃৎ মণিপুরীদের জাতীয় নেতা হিজম ইরাবত সিংহ মণিপুরী সাহিত্য, থিয়েটার আন্দোলন, সংগীত, খেলাধুলা, সাংবাদিকতা, সমাজসেবা, ধর্ম সংস্কার, জাতীয় রাজনীতি তথা মণিপুরী জীবনের সকল ক্ষেত্রেই তিনি নেতৃত্ব দিয়েছিলেন এবং সফলও হয়েছিলেন। রাজনৈতিক বন্দী হিসেবে হিজম ইরাবত ১৯৪১ থেকে ১৯৪৩ পর্যন্ত দুই বৎসর সিলেট জেলে ছিলেন। সেখানেই তিনি কমিউনিস্ট মতাদর্শে দীক্ষিত হন। জেল থেকে বেরিয়ে মণিপুর প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় সিলেট অঞ্চলে কয়েক বৎসর থেকে তিনি রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনে নেতৃত্বও দিয়েছেন। তিনি সুরমা ভ্যালি কৃষাণ সভার সভাপতির দায়িত্বও পালন করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close