জেলা/উপজেলানারায়ণগঞ্জসিদ্ধিরগঞ্জ
নোমান এন্টারপ্রাইজের উদ্যোগে আলহাজ্ব মতি ও তাঁর সহধর্মিণী রোকেয়া রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২, কাউন্সিলর ৬নং ওয়ার্ড ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি মতিউর রহমান মতির সুস্থতা কামনায় নাসিক ১নং ওয়ার্ড যুবলীগের আয়োজনে নোমান এন্টারপ্রাইজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার রাতে সিআইখোলা কচিকন্ঠ মডেল স্কুল সংলগ্নে অসুস্থ্য মতিউর রহমান মতির সুস্থতা, দীর্ঘায়ু কামনায় ও তাঁর সহধর্মিণী রোকেয়া রহমান সহ পরিবারের সকল সদস্যের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, নাসিক ১নং ওয়ার্ড যুবলীগ নেতা মাসুদ রানা, ২নং ওয়ার্ড যুবলীগ নেতা এসএম সানী, ১নং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি মো: আকতার হোসেন, ১নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো: জুম্মন সরকার, ৭নং ওয়ার্ড যুবলীগ নেতা জহির মুহাম্মাদ রুম্মান সহ প্রমুখ। উল্লেখ্য, মতিউর রহমান মতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।২০২০ সালে যখন বাংলাদেশে করোনার প্রকোপ শুরু হয় তখন প্যানেল মেয়র মতি তার ওয়ার্ডসহ আশেপাশের এলাকায় বিভিন্ন রকম কর্মকাণ্ড পালন করেন। মানুষকে সচেতন করা, সুরক্ষা সামগ্রী বিতরণ, অসহায়দের মাঝে খাবার বিতরণ, নগদ অর্থ প্রদানসহ নানারকম মানবিক কার্যক্রম পালন করেন তিনি।