রাজনীতিসারাদেশ

তাড়াইলে মুক্তিযোদ্ধাদের মাঝে এমপি চুন্নুর উপহার বিতরণ

এমদাদুল্লাহ্, বজ্রধ্বনি:
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দুইশত ১৪জন মুক্তিযোদ্ধার মাঝে উপহারসামগ্রী বিতরণ করেছেন কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. মুজিবুল হক চুন্নু।
(২৭ জানুুয়ারি) শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার লুবনা শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন ভূঁইয়া চান মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল হাই, জেলা পরিষদের সদস্য একেএস জামান সম্রাট, তাড়াইল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম আবু মোতালেব, জাওয়ার ইউপি চেয়ারম্যান এমদাদুল হক রতন, দিগদাইড় ইউপি চেয়ারম্যান মো. আশরাফ উদ্দিন ভূঁইয়া আসাদ, জাতীয় যুব সংহতি কিশোরগঞ্জ জেলা শাখার যুগ্ম আহবায়ক আশরাফুল আলম রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন।
একইদিনে অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু এমপি উপজেলার বিভিন্ন রাস্তার উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close