অপরাধনারায়ণগঞ্জ
ইউপি চেয়ারম্যান কামাল হোসেন প্রভাব খাটিয়ে (জিটিসিএল) গ্যাস এর জমির মাটি কেটে ফেলেছে

সোনারগাঁ প্রতিনিধি: ধামগড় ইউনিয়নের জাঙ্গাল এলাকায় বিলে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড
(জিটিসিএল) এর মাটি প্রভাব খাটিয়ে অবাধে কেটে নিয়ে যাচ্ছে ধামগড় ইউপি চেয়ারম্যান কামাল হোসেন।
জাঙ্গাল এলাকায় চেয়ারম্যান কামাল তার দাম্ভিকতা ও প্রভাব খাটিয়ে বিলের গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড এর ক্রয়কৃত জমি এক্সকেভেটর ভেকু মেশিনে কেটে ইট ভাটায় নিয়ে যাচ্ছে এবং মাটি বিক্রিও করছে। এতে জাঙ্গাল বিলের উর্বর জমির মাটি ইটভাটায় কেটে নেওয়ার ফলে বহু কৃষি জমিতে এখন শুধু গর্ত আর গর্ত।
এদিকে কৃষিজমি জলাশয়ে পরিণত হয়েছে। এতে হুমকির মুখে রয়েছে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লি.
(জিটিসিএল)-এর বাখরাবাদ-আখাউড়া জাতীয় গ্যাস লাইনের সঞ্চালন পাইপও।
তাছাড়া (জিটিসিএল) এর কর্মকর্তা সাব্বির আহমেদ কল করলে গণমাধ্যম সাথে মুঠোফোনে কথা হলে জানায়, এই জাংগাল বিলের গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড এর নিজস্ব ক্রয়কৃত জমি। এই জমির ১৫ ফিট এর মাঝেও কোনো ভারী স্থাপনা এবং কোনো প্রতিষ্ঠান করতে পারবেনা।
এদিকে তারা মিনিমাম ৩ফিট অধিক ভিতরে কেটে চলে আসছে। অবাধে এক্সকেভেটর ভেকু মেশিনে মাটি কেটে ফেলার কারণে গ্যাস লাইন ভেসে উঠেছে। ভেকুর আঁচড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গ্যাস সঞ্চালন পাইপের ওপরের আবরন এবং আরো জানায় বিস্তারিত জানতে চাইলে সুপারভাইজার এর সাথে কথা বলতে পারেন।