ফতুল্লার মাসদাইর থেকে অপহৃত এক স্কুল ছাত্রীকে আটদিন পর সাভার থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত মো.সাব্বির (২০) কেও গ্রেফতার করা হয়েছে।
এদিকে, এ ঘটনায় অপহৃত স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবির জানায়, তথ্য প্রযুক্তির সহায়তায় অবস্থান নিশ্চিত হয়ে বুধবার দিবাগত রাত দুইটার দিকে সাভার থানা এলাকায় অভিযান চালিয়ে অপহৃত স্কুল ছাত্রী কে উদ্ধারসহ অভিযুক্ত সাব্বিরকে গ্রেফতার করা হয়েছে।