অপরাধজাতীয়রাজনীতি

নাশকতার মামলায় নারায়ণগঞ্জের যুবদল নেতা লিংকন খানের আগাম জামিন

নারায়ণগঞ্জের সদর মডেল থানায় দায়েরকৃত নাশকতার মামলায় উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন লাভ করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা লিংকন খান। রবিবার (১১ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ও আমিনুল ইসলামের যৌথ বেঞ্চ  আগাম জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ১ ডিসেম্বর নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক আজহারুল ইসলাম বাদী হয়ে ২৯ জনের নাম উল্লেখসহ ৩০-৪০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা করেছেন।

এসময় বিএনপি নেতা আহমেদুল হাসান, হাসান আহেম্মদ ইকবাল, খোকন সাহা, সাখাওয়াত হোসেন জ্যাকিকে গ্রেফতার করা হয়। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের অংশ, চারটি লোহার রড ও আটটি কাঠের তক্তা উদ্ধার করে পুলিশ।

সদর মডেল থানার মামলার আসামিরা হলেন- মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম হান্নান মামুন (৫০), মহানগর যুবদলের সদস্যসচিব মনিরুল ইসলাম সজল (৪৫), বিএনপি নেতা ফারুক হোসেন (৫৫), মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি শাহেদ আহম্মেদ (৩৫), মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম জোসেফ (৪৫), ছাত্রদল নেতা লিংকন খান (৩৮) প্রমূখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close