আন্তর্জাতিক

ইসরাইলকে বিচারের আওতায় আনার দাবি মুসলিম পার্লামেন্টারি ইউনিয়নের

ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসিভুক্ত দেশগুলোর সংসদীয় ইউনিয়ন অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ সংঘটিত করার জন্য ইহুদিবাদী ইসরাইলের বিচার দাবি করেছে। গতকাল (বুধবার) ইরানের রাজধানী তেহরানে সংগঠনটির ৫ম জরুরি অধিবেশন শেষে প্রকাশিত চূড়ান্ত ঘোষণায় এই দাবি জানানো হয়।

এছাড়া, ইহুদিবাদীদের চলমান আগ্রাসন ও বিদ্যমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নজিরবিহীন বিস্ফোরণ ঘটতে পারে বলে সংগঠনটির পক্ষ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।

চূড়ান্ত ঘোষণায় বলা হয়েছে, ইসরাইলকে অবশ্যই যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গাজার বেসামরিক জনগণের ওপর গণহত্যা চালানোর দায়ে বিচারের মুখোমুখি করতে হবে। ইসরাইলের এই অপরাধযজ্ঞের বিরুদ্ধে নিন্দা জানানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয় এ ঘোষণায়। পাশাপাশি ইসরাইলের চলমান আগ্রাসন দ্রুত বন্ধের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের দায়িত্ব পালন করতে হবে বলে সতর্ক করা হয়েছে।

চূড়ান্ত ঘোষণায় হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, ইসরাইল গাজায় যে নির্বিচারে গণহত্যা চালাচ্ছে তা বন্ধ না হলে মুসলিম বিশ্ব একেবারে চুপ করে থাকবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close