অপরাধআইন ও অধিকারজাতীয়সারাদেশ

ভোলায় ধর্ষণ মামলায় দু’জনের যাবজ্জীবন দিয়েছে আদালত

ভোলা জেলায় একটি ধর্ষণ মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদন্ডে আদেশ দিয়েছে আদালত। রায়ে এক লাখ টাকা করে অর্থদন্ডও প্রদান করা হয়।
বুধবার দুপুরে ভোলা জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নূরুল আলম মোহাম্মদ নিপু এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন দন্ডপ্রাপ্তরা হচ্ছে- চরফ্যাশন উপজেলার চর যমুনা গ্রামের আ. জলিল রাড়ীর ছেলে মো. সেলিম ও একই উপজেলার চর নুরুল আমিন গ্রামের আবুল কাশেম হাওলাদারের ছেলে মো. নাসিম।
একই সাথে মামলার অপর চার আসামিকে এই ঘটনার সাথে সম্পৃক্ততা না পাওয়ায় বেকসুর খালাস দেয়া  হয়েছে।
খালাসপ্রাপ্তরা হচ্ছে- চর নুরুল আমিন গ্রামের মো. বিল্লাল, চর যমুনা গ্রামের মো. বাবুল, মো. কালু ও মো. সামছুদ্দিন।
মামলার বিবরণে জানা গেছে, ২০০৪ সালের ৬ জুন চরফ্যাশন উপজেলার চর নুরুল আমিন গ্রামের এক নারীকে খাস জমি থেকে উচ্ছেদ করার জন্য রাতে ঘর থেকে একটি খোলা মাঠে নিয়ে আসামিরা পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনার দুইদিন পর ৮জুন চরফ্যাশন থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়।
মামলাটি দীর্ঘ শুনানির পর আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দুই আসামিকে যাবজ্জীবন কারাদন্ড ও বাকী চার আসামিকে বেকসুর খালাস  দেয়।
এই মামলার রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত আসামি মো. নাসিম আদালতে উপস্থিত ছিল। দন্ডপ্রাপ্ত অপর আসামি মো. সেলিম পলাতক রয়েছে ।
মামলায় রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন এ্যাডভোকেট হুমায়ুন কবির  ও আসামি পক্ষের আইনজীবী এ্যাডভোকেট মাহবুবুল হক লিটু।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close