ঢাকা বিভাগসারাদেশ
তাড়াইলে দারুল কুরআন মাদরাসার অভিভাবক সম্মেলন ও শিক্ষা প্রদর্শনী
স্টাফ রিপোর্টার, বজ্রধ্বনি: (৬ নভেম্বর) শনিবার সকাল ১০টায় কিশোরগঞ্জের তাড়াইলে দারুল কুরআন মাদরাসার অভিভাবক সমম্মেলন ও শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সদরের উত্তরায় অবস্থিত দারুল কুরআনের নুরানি কিন্ডারগার্টেন চত্বরে প্রতিষ্ঠানের পরিচালক সাংবাদিক এমদাদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন আকতার আছেফা মেমোরিয়াল ট্রাস্টের যুগ্ম মহাসচিব সামির হোসেন সাকি, কাস্টমসের রাজস্ব কর্মকর্তা আলম খান, অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা সিরাজুল ইসলাম, পুরুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কামরুজ্জামান, ইসলামিক ফাউন্ডেশনের সাধারণ কেয়ারটেকার মো. নূরুল আলম, তাড়াইল বাজারের ব্যবসায়ী মো. সিদ্দিকুর রহমান ভূঞা, দারুল কুরআনের শিক্ষক হাফেয আকরামুল ইসলাম, দারুল কুরআনের তৃতীয় শ্রেণির ছাত্রী মোছা. সুমাইয়া আক্তার।
দারুল কুরআন মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্রী মাইমুনা রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে মাদরাসার হিফয বিভাগের শিক্ষক হাফেয মাওলানা সোহাইল আহমাদ, নুরানি বিভাগের শিক্ষক মাওলানা মোশাররফ হোসেন মিল্কী, জাহাঙ্গীর আলম কাশেমসহ অভিভাবকগণ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলন।