জাতীয়জেলা/উপজেলাঢাকা বিভাগনারায়ণগঞ্জনারায়ণগঞ্জ সদরসারাদেশ
নাঃগঞ্জে নারী বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ:
স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে জেলা লেডিস ক্লাব ও জেলা মহিলা ক্রীড়া সংস্থা নারায়ণগঞ্জের সাত নারী বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে।
শুক্রবার (২৬ মার্চ) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা গণগ্রন্থাগার মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ তাদের উত্তরীয় পরিয়ে হাতে ক্রেস্ট তুলে দেন।
সাত নারী বীর মুক্তিযোদ্ধারা হলেন, ২নং সেক্টরের নারী কমান্ডার বেগম রোকেয়া পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার, কন্ঠ যোদ্ধা মঞ্জুশ্রী নিয়োগী, বীর মুক্তিযোদ্ধা কমলা রানী কর (লক্ষ্মী চক্রবর্তী), পশ্চিম বঙ্গের গোবরা ক্যাম্প সেবিকা ডাঃ দীপা ইসলাম, দক্ষিণ ত্রিপুরার রানী ক্যাম্পের প্রীতি কণা দাস (নূপুর), আগরতলায় নার্সিং ট্রেনিং নেওয়া শিখা চক্রবর্তী ও মাকসুদা সুলতানা।
জেলা প্রশাসকের সহ-ধর্মীনি সংগঠনের সভানেত্রী নাসরিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলা ইউএনও নাহিদা বারিক এবং বিশিষ্ট নারী নেত্রী ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনজুমান আরা আকসির প্রমূখ।