আইন ও অধিকারসারাদেশ

কিশোরগঞ্জে ১০ বছরের কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগ

রাফি তালুকদারঃ কিশোরগঞ্জ শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর ১০ বছরের কিশোরী মেয়েকে ধর্ষণ।

গত রাত ৯ টার দিকে এই ঘটনাটি ঘটে। রোগীর সাথে থাকা কিশোরী মেয়েটিকে এক বহিরাগত বখাটে যুবক মিথ্যা বলে চারতলা থেকে নিচতলায় নিয়ে যায়। মেয়েটি ছেলেটির উদ্দেশ্য অনুমান করে দৌড়ে চলে আসার সময় তার হাত মুখ চেপে ধরে এবং ভয়ভীতি দেখিয়ে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করে । নিখোঁজ হওয়া মেয়েটিকে তার বাবা খোঁজখুজি করলে, হাসপাতালে থাকা আনসারের সহযোগিতায় উদ্ধার করে। টের পেয়ে বখাটে যুবক দৌড়ে পালিয়ে যায়।

এই ঘটনার সুরগোল চারদিকে ছড়িয়ে পড়লে হাসপাতালে থাকা অনেকে অভিযোগ করেন যে, সন্ধার পর থেকেই ঐ বখাটে যুবক রোগীদের সাথে থাকা স্বজনদের বিভিন্ন কথা বলে তার ফাঁদে ফেলার চেষ্টা চালিয়ে গেছে। নিচে তাহার ফার্মেসি আছে ঔষদ কিনে দিবে, লিফট দিয়ে নামতে সহযোগিতা করবে, কাউকে প্রলোভন দেখিয়ে , বিভিন্ন ভাবে হাসপাতালে আসা রুগীর সহযোগিতা করে দিবে বলে তার ফাঁদে ফেলার চেষ্টা করে।

অনেকের অভিযোগ প্রায় সময় হাসপাতালের ভেতরে, ওয়াশ রুম সহ ভিবিন্ন জায়গায় এমন যৌন হয়রানি স্বীকার হয়ে আসছে।

পুরো হাসপাতাল সিসিটিভির আওতায় থাকার পরেও হাসপাতাল কর্তৃপক্ষ এবিষয়ে তেমন কোন প্রদক্ষেপ নিচ্ছেনা।

জণগনের দাবি, জরুরী ভিত্তিতে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ ও কিশোরগঞ্জ জেলা প্রশাসনকে খতিয়ে দেখার জোড় আহব্বান করছি, অপারাধীদের আইনের আওতায় আনা হোক এবং
হাসপাতালকে নিরাপদ করা হোক ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close