রাজনীতি

২০ রমজানে মক্কা বিজয়ের মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠার সমস্ত বাধা অপসারিত হয়-বিলাল আহমদ চৌধুরী

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সেক্রেটারি জেনারেল বিলাল আহমদ চৌধুরী বলেছেন, ২০ রমজানের ঐতিহাসিক মক্কা বিজয়ের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা লাভের সমস্ত বাধা অপসারিত হয়।

তিনি বলেন, আরবের প্রাচীন জাহেলী নেতৃত্বের কেন্দ্রস্থল ছিল মক্কা। এই কেন্দ্রের পতন না ঘটা পর্যন্ত ইসলামী বিপ্লবের সামনে অগ্রসর হওয়ার কোনো উপায় ছিল না। তাই ২০ রমজান মহানবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ১০ হাজার সাহাবায়ে কেরামদের সাথে নিয়ে মক্কায় প্রবেশ করেন। প্রায় রক্তপাতহীন সে অভিযানে ইসলামের নবীর পতাকা সেখানে সমুন্নত হয়। আর সত্য ধর্মের গৌরব প্রতিষ্ঠিত হয় আরবের সবচেয়ে সমৃদ্ধ নগরীতে। মহানবী (সাঃ) মক্কায় ঢুকেই আল্লাহর ঘর থেকে ৩৬০টি মূর্তি অপসারণ করেন। তিনি হাতের ছড়ি দিয়ে মূর্তিগুলো নিচে ফেলেন। দেয়ালের ছবিগুলো মুছার নির্দেশ দেন। এসময় তিনি বলেন, ‘সত্য এসে গেছে, আর মিথ্যা বিলুপ্ত হয়েছে, মিথ্যা তো বিলুপ্ত হওয়ারই’।

তিনি আরো বলেন, হক ও বাতিলের লড়াই চিরন্তন। আজকের এই সমাজে আমরা যদি বাতিলের বিরুদ্ধে ঈমানী চেতনায় উজ্জীবিত হয়ে দাঁড়াতে পারি, তাহলে কোন বাতিল শক্তি ঠিকে থাকতে পারবেনা।

(২২ এপ্রিল ২০২২ইং, শুক্রবার) বিকালে এক মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস নোয়াখালী জেলা আয়োজিত মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

নোয়াখালী জেলা শাখা সভাপতি মুহাম্মদ আব্দুর রহীম এর সভাপতিত্বে মুহাম্মাদ ওমর ফারুক এর পরিচালনায় বিশেষ অতিথির আলোচনা রাখেন খেলাফত মজলিস নোয়াখালী জেলা সভাপতি অধ্যাপক মাওলানা রুহুল আমীন চৌধুরী, ছাত্র মজলিসের কুমিল্লা জোন সহকারী পরিচালক মোহাম্মদ ফখরুল ইসলাম, সাবেক জেলা সভাপতি মাওঃ মোরশেদ আলম মাসুম, ডাঃ শহীদ উল্লাহ, প্রভাষক তাজুল ইসলাম মাহমুদ, মাওঃ পেয়ার আহমদ হোজাইফা, মাওঃ এ আর এম সাইফুল্লাহ, ফেনী জেলা সভাপতি মোঃ মোশাররফ হোসাইন, জেলা সদস্য আব্দুল আহাদ শান্ত, নূর নবী সোহেল, প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close