আন্তর্জাতিকরাজনীতি

রাশিয়ার বন্ধু নয়, এমন দেশের তালিকা প্রকাশ

রাশিয়ার বন্ধু নয়, এমন দেশের তালিকায় রয়েছে আলবেনিয়া, অ্যান্ডোরা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো, আইসল্যান্ড, কানাডা, লিশটেনস্টাইন, মাইক্রোনেশিয়া, মনাকো, নিউজিল্যান্ড, নরওয়ে, দক্ষিণ কোরিয়া, সান মারিনো, উত্তর মেসিডোনিয়া, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, তাইওয়ান, ইউক্রেন, মন্টেনেগ্রো, সুইজারল্যান্ড ও জাপান। এ ছাড়া ব্রিটিশশাসিত জার্সি দ্বীপপুঞ্জ, অ্যাঙ্গোলা, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ, জিব্রালটার এলাকাও রয়েছে নিষেধাজ্ঞার আওতায়।

রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া তথ্য অনুসারে, রাশিয়ার ব্যাংকে এসব দেশের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অ্যাকাউন্ট খুলতে হবে। রুবলে অর্থ পরিশোধ করতে হবে এবং এ জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত মুদ্রা দিয়ে রুবলের সমপরিমাণ অর্থ এসব অ্যাকাউন্টে দিতে হবে। যেদিন পেমেন্ট হবে, সেদিন রুশ কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা বিনিময়ের যে দাম থাকবে, সেই দাম অনুসারে অর্থ পরিশোধ করতে হবে।

অর্থ আনার জন্য রুশ সরকার যে ব্যবস্থা চালু করছে, তা সাময়িক। যাঁরা ৭৬ হাজারের বেশি মার্কিন ডলার প্রদান করবেন, তাঁদের এই ব্যাংকিং ব্যবস্থার আওতায় আসতে হবে। এর আগে ৫ মার্চ একটি আদেশ জারি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওই আদেশের পরিপ্রেক্ষিতে এমন পদক্ষেপ নেওয়া হলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close