আইন ও অধিকারচট্টগ্রাম বিভাগজাতীয়

কক্সবাজারের পাহাড়ে অস্ত্র কারখানার সন্ধান, কারিগর গ্রেফতার

কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটংয়ের পাহাড়ে একটি অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়ে ৫টি অস্ত্র ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামসহ জব্দ করেছ র‌্যাব। এ সময় অস্ত্র তৈরির কারিগর দেলোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার দেলোয়ার হোসেন টৈটং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কালা চান মিয়ার ছেলে। তার বিরুদ্ধে দেলোয়ার হত্যা মামলাসহ ডাকাতির বিভিন্ন মামলা রয়েছে।

বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে এসব তথ্য জানান কক্সবাজার র‍্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম সরকার।

তিনি জানান, বৃহস্পতিবার দুপুর থেকে টানা ৫ ঘণ্টা অভিযান পরিচালনা করে অস্ত্র তৈরির কারখানা থেকে ৫টি অস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জামসহ দেলোয়ারকে গ্রেফতার করে র‌্যাবের আভিযানিক দল।

তিনি আরও জানান, এসব অস্ত্র মাদক পাচার, জলদস্যুতা ও বন দস্যুতায় ব্যবহার করা হচ্ছিল। এ ঘটনায় গ্রেফতার দেলোয়ারের বিরুদ্ধে মামলা দায়ের করে পেকুয়া থানায় হস্তান্তর করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close