নারায়ণগঞ্জনারায়ণগঞ্জ সদরলেখা-পড়া

নারায়ণগঞ্জে শিক্ষকদের উপবৃত্তি সম্পর্কিত ওরিয়েন্টেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ সদর উপজেলার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের নিয়ে দিনব্যাপী উপবৃত্তি বাস্তবায়ন সম্পর্কিত ওরিয়েন্টেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (২ মার্চ) নারায়ণগঞ্জ বার একাডেমীতে সদর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে সকাল ৯টা থেকে শুরু হয় এ ওরিয়েন্টেশন প্রশিক্ষণটি এবং শেষ হয় বিকেল ৫টায়।

ওরিয়েন্টেশনটি নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাত ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট সমন্বিত উপবৃত্তি কর্মসূচীর উপ পরিচালক শ ম সাইফুল আলম। এছাড়া, বিশেষ অতিথি হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো. শরিফুল ইসলাম।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রশিক্ষণে সরকার কাদের উপবৃত্তি দিচ্ছে, কারা কারা উপবৃত্তির আওয়ায় পড়ে? কিভাবে উপবৃত্তিপ্রাপ্তদের নির্বাচন করবে, কেনো উপবৃত্তি দেওয়া হয়সহ উপবৃত্তি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং শিক্ষার মান বৃদ্ধিতে ও সবাইকে শিক্ষার আলো পৌঁছে দেবার জন্য সরকারের কি কি পদক্ষেপ আছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় নারায়ণগঞ্জ সদর উপজেলার নারায়ণগঞ্জ হাইস্কুল এন্ড কলেজ, নারায়ণগঞ্জ বার একাডেমী, পাগলা উচ্চ বিদ্যালয়, মর্গ্যান বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, সরকারি তোলারাম কলেজ, সরকারি মহিলা কলেজ, নারায়ণগঞ্জ কলেজ, রওজাতিস সালিহীন মাদ্রাসা, আদর্শ স্কুল, বেগম রোকেয়া খন্দকার উচ্চ বিদ্যালয়, নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়, দেলপাড়া উচ্চ বিদ্যালয়, প্রিপারেটরী স্কুল,নারায়ণগঞ্জ আদর্শ বালিকা হাই স্কুল এন্ড কলেজ, কমর আলী হাই স্কুল এন্ড কলেজসহ মোট ৬০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮৮ জন শিক্ষক উপবৃত্তি বাস্তবায়ন সম্পর্কিত ওরিয়েন্টেশন প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

এ সময় নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকর উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close