জাতীয়

রেমিট্যান্স জোয়ার অব্যাহত: অক্টোবরেও ২০০ কোটি ডলার ছাড়াচ্ছে

আগস্ট ও সেপ্টেম্বরের পর চলতি অক্টোবরেও দেশে রেমিট্যান্স প্রবাহ দুশো কোটি ডলার ছাড়াচ্ছে। গত আগস্টে ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার ডলার ও সেপ্টেম্বরে সর্বোচ্চ ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার ডলার এসেছিল। আর চলতি অক্টোবরের প্রথম ২৬ দিনে ১৯৪ কোটি ৯৩ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা।

স্বৈরাচার শেখ হাসিনার পলায়ন এবং অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর থেকেই রেমিট্যান্সের পালে হাওয়া লেগেছে। প্রতি মাসেই রেকর্ড রেমিট্যান্স আসছে দেশে। সেই ধারাবাহিকতায় অক্টোবরে গড়ে প্রতিদিন দেশে এসেছে সাড়ে ৭ কোটি ডলার। সেই হিসাবে মাসের বাকি ৫ দিনে আসতে পারে ৩৫ কোটি ডলারেরও বেশি। তাই অক্টোবরেও দুশো কোটি ডলারের মাইলফলক স্পর্শ করতে পারে বলে আশা ব্যক্ত করছেন সংশ্লিষ্টরা।

রবিবার (২৭ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে চলতি অক্টোবরের রেমিট্যান্স প্রবাহ জানানো হয়েছে। সেখানে বলা হয়, অক্টোবর মাসের প্রথম ২৬ দিনে দেশে এসেছে ১৯৪ কোটি ৯৩ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

তথ্য অনুযায়ী এই সময়ের মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৪ কোটি ৭৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার। বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৯ কোটি ৯৯ লাখ ৯০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১২৯ কোটি ৬৯ লাখ ৭০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫১ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স।

তবে ১১টি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি চলতি মাসে। সেগুলো হচ্ছে, রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাবাক)। বেসরকারি ব্যাংকের মধ্যে রয়েছে কমিউনিটি ব্যাংক, সিটিজেন্স ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক, পদ্মা ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। আর বিদেশি ব্যাংকের মধ্যে রয়েছে হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এবং উরি ব্যাংক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close