রাজনীতিসারাদেশ

ছাত্রলীগের হামলায় মেহেরপুরের গাংনীতে বিএনপির আলোচনা সভা পণ্ড

প্রত্যক্ষদর্শীরা বলেন, গাংনী পৌর এলাকায় উপজেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা চলার সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা সেখানে উপস্থিত হন। এ সময় তাঁরা ইটপাটকেল ছুড়লে পরিস্থিতি উত্তেজনার দিকে যায়। বিএনপি কার্যালয়ের সামনেই বক্তব্য দেন ছাত্রলীগের নেতা মুনতাছির। এরপর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনার পর কার্যালয়ের ভেতরে জেলা বিএনপির সহসভাপতি জাভেদ মাসুদ সাংবাদিকদের বলেন, ‘এভাবে একটি শান্তিপূর্ণ আলোচনা সভায় হামলা করেছে। কার্যালয়ের মধ্যে ইটপাটকেল ছুড়ে মেরেছে। আমাদের মহিলা দলের নেতা-কর্মীরাও এখানে ছিলেন। এভাবে হামলা করে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা আবার প্রমাণ করলেন, দেশে বাক্‌-স্বাধীনতা নেই, গণতন্ত্র নেই। একটি অবৈধ সরকারের হাতে দেশের মানুষ অবরুদ্ধ। দেশের মানুষ এখন রাজপথে নামার অপেক্ষায়।’

অভিযোগের বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনতাছির জামান বলেন, ‘আমরা খবর পেয়েছিলাম, বিএনপির নেতা-কর্মীরা এখানে দেশবিরোধী নাশকতার পরিকল্পনা করছেন। তাই আমরা তাঁদের প্রতিহত করেছি।’

এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, উপজেলা বিএনপির কার্যালয়ে একটি আলোচনা সভাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি পুলিশ এসে নিয়ন্ত্রণ করে। এখন গাংনী বাজারের পরিবেশ শান্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close