আন্তর্জাতিকখেলাধুলা

পাকিস্তান দলে একসাথে খেলবে চাচা-ভাতিজা!

পাকিস্তানের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার শোয়েব মালিকের ভাতিজা মোহাম্মদ হুরাইরা আগে থেকেই আলোচনায় রয়েছেন । দেশটির দ্বিতীয় সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে তিনি ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছেন। এখন এই তরুণ ক্রিকেটার পাকিস্তানের জাতীয় দলে ডাক পাওয়ার অপেক্ষায় রয়েছেন।

হুরাইরা বলেছেন, ‘আমার লক্ষ্য তিন সংস্করণেই পাকিস্তানের প্রতিনিধিত্ব করা এবং দেশের জন্য ম্যাচ জেতানোর মতো পারফর্ম করা।’ সেই সুযোগ আসলেই পাকিস্তান দলে একসঙ্গে খেলবেন চাচা-ভাতিজা।
কারণ ১৯৯৯ সাল থেকে পাকিস্তান জাতীয় দলে খেলা শোয়েব মালিক ৩৯ বছরেও টি-২০ টিমে জায়গা করে আছেন।

এদিকে, পাকিস্তান দলে ঢুকে পড়ার সুবর্ণ সুযোগ হুরাইরার এখনই। কারণ দলটির ওপেনার আবিদ আলি হৃদরোগে আক্রান্ত। আবিদ আলি খেলায় ফিরতে পারবেন কি না , তা নিয়ে সংশয় রয়েছে।

অর্থাৎ আবিদ আলি না খেললে একজন ওপেনারের দরকার হবে পাকিস্তানের। আর সেই জায়গাটা পূরণ হতে পারে হুরাইরাকে দিয়ে। নির্বাচকদের অনেকের বিবেচনায় আছে বিষয়টি। এমনটি ঘটলে পাকিস্তান দলে একসঙ্গে চাচা-ভাতিজার ব্যাটিং দেখা যাবে।

উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর কায়েদ-ই-আজম ট্রফিতে নর্দানের হয়ে খেলেছেন হুরাইরা। এই টুর্নামেন্টে ১৯ বছর ও ২৩৯ দিন বয়সে তিনশ হাঁকিয়ে ইতিহাসের পাতায় এই ব্যাটসম্যান। সব মিলিয়ে অষ্টম সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়লেন হুরাইরা। সূত্র : ক্রিকেট পাকিন্তান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close