নারায়ণগঞ্জসিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

সিদ্ধিরগঞ্জে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ৫ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকাল ৪টায় নাসিকের ৬নং ওয়ার্ডের সুমিলপাড়া গ্রামে দুর্ঘটনাটি ঘটে। নিহতের নাম আবির। সে ওই গ্রামের কুতুবউদ্দিন এর বাড়ির ভাড়াটিয়া আবদুল হাই এর সন্তান।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির পাশে অন্যান্য শিশুদের সাথেই ছিলেন আবির। বিকেল পৌনে ৪টার দিকে সুমিলপাড়ায় ৪,৫,৬ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ডলি আক্তারের নির্বাচনী প্রচারণার লোকজন দেখে পোস্টার নেয়ার উদ্দেশ্যে পিছন পিছন ছুটতে থাকে।ছুটতে গিয়ে সে রোডে পড়ে যায়। এসময় রোডে সামনের দিক থেকে আসা সাতঘোড়া সিমেন্ট ফ্যাক্টরির একটি খালি ট্রাক শিশুটিকে চাপা দেয়। চাকার নিচে পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে জরুরী বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বিক্ষুদ্ধ এলাকাবাসী ঘাতক ট্রাকটি আটক করে ভাঙচুর ও চালক সালাউদ্দিন (৩৫) কে মারধর করে। এ সময় পুলিশ ও সাংবাদিকদের হস্তক্ষেপে বিক্ষুব্ধ এলাকাবাসীকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অপারেশন) আবু বকর সিদ্দিক জানান, ট্রাকটি থানায় নেওয়া হয়েছে। শিশুর পরিবার মামলা করলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। শিশুটিকে দাফনের জন্য গ্রামে নেয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close