নির্বাচনী হালচালসারাদেশ

মাইক মার্কায় গাওদিয়ার ৪,৫,৬নং ওয়ার্ডে এগিয়ে নারগিছ বেগম

বজ্রধ্বনি নিউজরুমঃ আসন্ন গাওদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪, ৫ ও ৬ নাম্বার ওয়ার্ডে সংরক্ষিত মহিলা মেম্বার পদে মাইক মার্কা নিয়ে লড়ছেন নারগিছ বেগম।ভোটারের দ্বারে দ্বারে মাইক মার্কা নিয়ে ভোট ও দোয়া চাচ্ছেন নারগিছ বেগম।

আজ, নূরপূর থেকে প্রচারণা শুরু করে কালুরগাও, ফলপাকর, বড়মোকাম বাজারসহ ৪ নং ওয়ার্ডের প্রত্যেক ভোটারের দ্বারপ্রান্তে দোয়া ও মাইক মার্কায় ভোট চেয়েছেন। জনসংযোগের সময় নারগিছ বেগম বলেন, ৪,৫,৬ নং ওয়ার্ডের জনসাধারণের সেবাই আমার লক্ষ্য। আমার দৃঢ় বিশ্বাস জনসাধারণ যোগ্য ও বিশ্বস্ত প্রার্থী নির্বাচিত করবেন এবং ২৬ ডিসেম্বর ভোটের দিন মাইক মার্কার পক্ষেই রায় দিবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close