বজ্রধ্বনি ডেক্সঃ– কুমিল্লা নানুয়ার দিঘিরপাড়ে একটি পূজামন্ডপে পবিত্র কুরআন শরীফ অবমাননার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পবিত্র কুরআন অবমাননার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছে খেলাফত মজলিস।
আজ ১৩ অক্টোবর, ২০২১ইং বুধবার বিকালে প্রদত্ত এক যৌথ বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন বলেন, তাওহিদী জনতা কোনভাবেই পবিত্র কুরআনের অবমাননা সহ্য করবে না। কুমিল্লায় পূজা মন্ডপে পবিত্র কুরআন অবমাননার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অপরাধীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিতে হবে।
বিবৃতিতে নেতৃদ্বয় কুমিল্লায় পূজামন্ডপে পবিত্র কুরআন অবমাননার ঘটনায় বিক্ষুব্ধ তাওহিদী জনতার উপর নির্বিচার গুলি বর্ষণের ঘটনারও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃদ্বয় আরো বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্টের নানামুখী ষড়যন্ত্র চলছে। কুমিল্লায় পবিত্র কুরআন অবমাননার ঘটনা গভীর ষড়যন্ত্রের অংশ। এ ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ ও সচেতন হতে হবে। নেতৃদ্বয় দেশের সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষায় ধর্মপ্রাণ তাওহিদী জনতাকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।