নারায়ণগঞ্জরাজনীতি

ধান্ধাবাজ চাই না, এক নম্বর লোক চাই : শামীম ওসমান

‘পদ পদবী দিতে পারবো না। শুধু অকৃত্তিম ভালবাসা দিতে পারবো, দোয়া করতে পারবো। মুখোশ পড়ার রাজনীতি চাই না। নীতির প্রশ্নে যারা আপোষ করে মানুষ তাদের বেইমান বলে৷ সামনে আমার কোন নির্বাচন আছে, নেই। তারপরেও বলছি প্রস্তুতি নেন। ৫০১ জন নিয়ে শুরু করবো। কর্মীদের নিয়ে শুরু করেন, কেউ আমাদের কর্মীদের ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইলে সম্ভব নয়। আপনারা নিজের খেয়ে আমার জন্য কাজ করেছেন। আমি আপনাদের প্রত্যেককে চিনতে চাই। যেন এলাকায় পা দেয়ার সাথে সাথে বলতে পারি সকলকে ডাকো। সেই এলাকায় ৫০১জনই এমপি, আমি একা নই।’


শনিবার (১২ মার্চ ) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের গোদনাইল চৌধুরীবাড়ী এলাকায় রয়েল প্যালেস কমিউনিটি সেন্টারে কর্মী সভায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান এসব কথা বলেন। এর আগে বন্দর উপজেলার প্রতিটি ওয়ার্ডেও এরকম কমিটি করার কথা বলে নির্দেশনা দেন শামীম ওসমান।

এমপি শামীম ওসমান বলেন, সিদ্ধিরগঞ্জের প্রতিটি ওয়ার্ডে স্বাধীনতার স্বপক্ষের নেতাকর্মীদের নিয়ে কমিটি সম্পন্ন হবে।  আগামী ৩১ তারিখের মধ্যে সিদ্ধিরগঞ্জের ১০ ওয়ার্ডে ফরমে নাম-ঠিকানাসহ জমা দিতে হবে। পরিবারের কেউ রাজনীতি করে কিনা তাও থাকতে হবে। এটার মধ্যে তুমি ওটায় থাকবো, আমি এটা চলবে না। প্রতিটি ওয়ার্ডে কোন পক্ষ বিপক্ষ দেখবেন না। যারা শেখ হাসিনা বঙ্গবন্ধুকে ভালবাসেন তাদের আনতে হবে। নতুনদেরও সামনে আনতে হবে। সংখ্যায় কম হলে আপত্তি নেই। তবে ধান্ধাবাজ চাই না, এক নম্বর লোক চাই। মাত্র ৫০১ জন দিয়ে শুরু করুন। সবাই কর্মী, কেউ নেতা থাকবে না। ৫০১জন করে কমিটি, যত দ্রুত সম্ভব ৩১ তারিখের মধ্যে সম্পন্ন করুন।

তিনি বলেন, সাংবাদিকতা করলে সত্য বলবেন, নাহলে লেখবেন না৷ এটা হওয়া উচিত। আমি সবকিছু খোলামেলা ভাবে বলতে পারছি না। সিদ্ধিরগঞ্জে অনেক উইপোকা ঢুকে গেছে। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আমার সাথে খাতির নেই। যারা আমাদের কর্মীদের রক্ত নিয়েছে, তাদের সাথে খাবার ভাগাভাগি করো খান। শামীম ওসমান ছাড় দিবে না।

সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী সহ-সভাপতি মো. শাহ আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. তাজিম বাবু, নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি সিরাজুল ইসলাম মন্ডল, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী যুবলীগের সভাপতি ও সিটি কর্পোরেশনের ৬নং ওর্য়াড কাউন্সিল মতিউর রহমান মতি, ১০ নং ওয়ার্ড কাউন্সিল ইফতেখার আলম খোকন, নারায়ণগঞ্জ জেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক এহসানুল হাসান নিপু, আওয়ামী লীগ নেতা মাহবুব হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক ভূইয়া রাজু, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, যুবলীগ নেতা মহসিন ভূইয়া ও আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন চানু প্রমূখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close