চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রামের অরক্ষিত নালাগুলোতে নিরাপত্তার ব্যবস্থা করবে দূর্বার তারুণ্য

বৃহস্পতিবার সকালে চট্টগ্রামে নালায় পড়ে মৃত শিক্ষার্থী সেহেরীন মাহবুব সাদিয়ার পরিবারের সাথে সাক্ষাৎ করেন দূর্বার তারুণ্যের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আবু আবিদ। এসময় তিনি বলেন, এ নিয়ে চট্টগ্রাম নালায় পড়ে অকালে প্রাণহানি ঘটেছে ৫ জনের। তারপরও এ পর্যন্ত কারও টনক নড়ে নি।

কয়েকদিন মিডিয়া কভারেজ, তারপর নতুন কোন টপিক। আমাদের আহমরি কোন সাধ্য নেই। তবে আমরা দূর্বার তারুণ্য সিদ্ধান্ত নিয়েছি যে, চট্টগ্রামের অরক্ষিত নালাগুলোকে চিহ্নিত করে চসিক ও সিডিএ এর কাছে লিখিত আকারে ছবিসহ হস্তান্তর করব। তারা ব্যবস্থা না নিলে, এলাকার মানুষজন মিলে আমরা যতটা পারি বাঁশ, রশি বা কাঠ দিয়ে নিরাপত্তা বেষ্টনী করে দিব। আমরা চাই আর কোন মানুষের এভাবে মৃত্যু না হোক।

মৃত সাদিয়ার পরিবার তাদের এ উদ্যোগকে স্বাগত জানান এবং তারাও দূর্বার তারুণ্য এর এই কাজে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এসময় আরও উপস্থিত ছিলেন দূর্বার তারুণ্যের কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার বিষয়ক সম্পাদক কাজী সাজ্জাদ হোসেন, স্বেচ্ছাসেবক আবরার উল হক ও এলাকার স্থানীয় মানুষজন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close