জাতীয়রাজনীতি

ছাত্র মজলিসের সম্মেলনে পুনরায় সভাপতি মনির ও সেক্রেটারি বিলাল

বজ্রধ্বনি ডেক্সঃ– আজ ১৮ সেপ্টেম্বর, শনিবার রাজধানীর একটি মিলনায়তনে কেন্দ্রীয় সদস্য সম্মেলনের মাধ্যমে সারা দেশ থেকে আগত বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২১-২০২২ সেশনের জন্য সংগঠনটির নতুন দায়িত্বশীল নির্বাচন করা হয়।

সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২১-২২ সেশনের জন্য পুনরায় কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হন মুহাম্মাদ মনির হোসাইন ও সেক্রেটারি জেনারেল মনোনীত হন বিলাল আহমাদ চৌধুরী।

নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার, সাবেক কেন্দ্রীয় সভাপতি, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী।

সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সাবেক কেন্দ্রীয় সভাপতি ও খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ড.মোস্তাফিজুর রহমান ফয়সল, সাবেক কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী আবদুল হাফিজ খসরু।

নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ মনির হোসাইনের সভাপতিত্বে সম্মেলনের সমাপনি অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি ও খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট মুহাম্মদ জাহাঙ্গীর হোসাইন।

নব মনোনিত সেক্রেটারি জেনারেল বিলাল আহমদ চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী ক্বাসেমী, সাগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, সাবেক কেন্দ্রীয় সভাপতি প্রভাষক আবদুল করিম, মাওলানা মুহাম্মাদ আজিজুল হক, মাওলানা ইলিয়াস আহমদ, মাওলানা মনসুরুল আলম মনসুর।

বিদায়ী পরিষদের মধ্য থেকে বক্তব্য রাখেন, সদ্যবিদায়ী প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ শাহীন, অফিস ও পাঠাগার সম্পাদক মুহাম্মদ আবদুল গাফফার।

সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা ও ক্যাম্পাস কার্যক্রম সম্পাদক মুহাম্মদ রায়হান আলী, বায়তুলমাল ও ছাত্রকল্যাণ সম্পাদক আফজাল হোসাইন কামিল, প্রকাশনা ও প্রচার সম্পাদক মুহাম্মদ জারির হোসাইন, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি কে.এম ইমরান হোসাইন, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর সভাপতি মুহাম্মদ ইসমাঈল খন্দকার, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী সভাপতি মুহাম্মদ আলমগীর হোসাইন, সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী সভাপতি মুফতি শেখ শাব্বীর আহমাদ, প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close