জেলা/উপজেলাসারাদেশ
নাসিক ১০ নং ওয়ার্ডের গোদনাইল আরামবাগে “স্লোগান” সংগঠনের বিনামূল্যে করোনা টিকার নিবন্ধন কর্মসূচীঃ
আজ “সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ হই”- এই প্রত্যয়ে সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “স্লোগান” এর উদ্যোগে এবং স্লোগানের কর্ণধার শেখ সাফায়েত আলম সানির তত্বাবধানে ১৯ ই মার্চ রোজ শুক্রবার সকাল ১০ টা থেকে বিকাল ০৫ টা পর্যন্ত স্লোগানের স্বেচ্ছাসেবীদের মাধ্যমে নাসিক ১০ নং ওয়ার্ডের গোদনাইল আরামবাগ এলাকার বর্ণমালা একাডেমিতে বিনামূল্যে করোনা টিকার নিবন্ধন কর্মসূচী পরিচালিত হয়।
সকাল ১০.০০ ঘটিকায় ক্যাম্পেইন উদ্বোধন করেন নাসিক ১০ নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর হাজী ইফতেখার আলম খোকন এ সময় তিনি স্লোগান সংগঠনের বিভিন্ন সামাজিক কাজের খোঁজ খবর নেন এবং সংঘঠনে সামাজিক ও মানবিক কাজের ভূয়সী প্রশংসা করেন এবং স্লোগান সংগঠনের কর্ণধার শেখ সাফায়েত আলম সানির সাথে মুঠো ফোনে যোগাযোগ করে সংগঠনের সফলতা কামনা করেন। আজকের ক্যাম্পেইনে আরো উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ হোসেন ঢালী, বর্ণমালা একাডেমির পরিচালক খোরশেদ আলম খান, বর্ণমালা একাডেমির প্রধান শিক্ষক জসিম উদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দীন আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালক আল মামুন ও প্রমূখ।।