নারায়ণগঞ্জসিদ্ধিরগঞ্জ
সিদ্ধিরগঞ্জে ৩ দিন ধরে গার্মেন্ট কর্মী সুজেদা নিখোঁজ
সিদ্ধিরগঞ্জে তিন দিন ধরে সুজেদা বেগম নামে এক গার্মেন্টস কর্মী নিখোঁজ রয়েছেন। এই ঘটনায় মঙ্গলবার (২১ ডিসেম্বর) সুজেদা বেগমের বাবা হবি ফরাজী সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ করেছেন।
ডায়েরীতে তিনি উল্লেখ করেন, গত ১৯ ডিসেম্বর তার বড় মেয়ে সুজেদা বেগম তার নিজ কর্মস্থল পি এম গার্মেন্টসে কাজের উদ্দেশ্য বের হয়ে যান। এরপর আর বাসায় ফিরেননি তিনি। আত্মীয় স্বজন ও বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
সুজেদা বেগমের মা হাসনা বেগম বলেন, তিন ধরে আমার মেয়ের খোঁজ পাচ্ছি না। জানি না আমার মেয়েটা কোথায় আছে। সে যে গার্মেন্টসে কাজ করতো সেখানেও খোঁজ নিয়েছি। তারা কেউই কিছু বলতে পারছে না।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান পিপিএম বার জানান, এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। আমরা মেয়েটিকে উদ্ধার করার চেষ্টা করছি।