জাতীয়ঢাকা বিভাগনারায়ণগঞ্জনারায়ণগঞ্জ সদররাজনীতি

বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকী পালন করল না’গঞ্জ জেলা আওয়ামী মৎস্যজীবী লীগ

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ:
শুক্রবার (১৯ মার্চ) বাদ মাগরিব ২নং রেল গেইটস্থ আওয়ামী লীগ কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী মৎস্যজীবী লীগ’র উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে মিলাদ মাহফিল, দোয়া ও কেক কাঁটা অনুষ্ঠিত হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক নাসির উদ্দীন নাসির প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে থাকার কথা ছিলো। কিন্তু তিনি শারীরিক অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেননি।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী মৎস্যজীবী লীগ সভাপতি মোঃ জানে আলম সেলিম’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ সাবেক সদস্য সচিব আলহাজ্ব মোঃ নিয়াজুল ইসলাম খাঁন ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী মৎস্যজীবী লীগ সহ-সভাপতি আলহাজ্ব নাসির উদ্দীন।

জানে আলম সেলিম বক্তব্যে বলেন, জাতির পিতার জন্ম না হলে আমরা একটি স্বাধীন দেশ পেতাম না। হাজার বছরের পরাধীনতার বৃত্ত ভেঙ্গে ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আর সেই প্রেরণায় জাতি দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামের পর বাঙালি জাতি তাদের কাঙ্কিত স্বাধীনতা ফিরে পেয়েছিল।

তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র জন্মশতবার্ষিকীতে তাঁর পবিত্র আত্মাকে স্মরণ করার পাশাপাশী তাঁর পরিবারের শহীদ সদস্যদের জান্নাত কামনা করছি। সেই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র দীর্ঘায়ু কামনা করছি। মহান আল্লাহর কাছে প্রার্থণা করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন দীর্ঘদিন আমাদের মাঝে সুস্থভাবে বেঁচে থাকেন।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী মৎস্যজীবী লীগ’র সাধারণ সম্পাদক এস এফ এস মনিরুল ইসলাম সিদ্দিকী’র সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা হামিদ বাপ্পি, সাংগঠনিক সম্পাদক এ কে উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক বদুর উদ্দিন বদু, তথ্য ও গবেষণা সম্পাদিকা তামান্না আক্তার তিন্নী, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদিকা তিথী মনি, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগ’র মোঃ জনি খাঁন, দপ্তর সম্পাদক উৎপল সূত্রধর প্রমূখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close