নারায়ণগঞ্জরাজনীতিসিদ্ধিরগঞ্জ
বর্ণাঢ্য আয়োজনে সিদ্ধিরগঞ্জে লিটন আহমেদ এর উদ্যোগে তাঁতী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আহসানুল হাবিব সোহাগ, স্টাফ রিপোর্টার : বাংলাদেশ তাতীঁলীগের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী বর্ণিল আয়োজনে পালন করেছে সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীলীগ। শুক্রবার ১৯ মার্চ সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীলীগের সংগ্রামী সভাপতি লিটন আহমেদের উদ্যোগে থানা তাঁতীলীগের কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন, পায়রা উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন শুরু হয়। পরে কার্যালয় সম্মুখ থেকে ব্যানার, ফেস্টুন, ফুল সজ্জিত গাড়ী সহকারে আনন্দ র্যালি শুরু হয়ে হয়ে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিকেলে র্যালি নিয়ে থানা তাঁতীলীগের সভাপতি লিটন আহমেদের নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগর আয়োজিত তাঁতীলীগের অনুষ্ঠানে যোগ দেয় তাঁতীলীগের ওয়ার্ড ও বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীলীগের সহ-সভাপতি মনির খান, সহ-সভাপতি আ:রাজ্জাক, সহ-সভাপতি শফিকুল ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক মো: ফরিদ, মো: মাসুম, সাংগঠনিক সম্পাদক মো: হাবিবুর রহমান, মো: রাকিব, ক্রীড়া সম্পাদক করিম খান, মহিলানেত্রী আখি আকতার, নাসিক ২নং ওয়ার্ড তাঁতীলীগের সভাপতি মো: আলমগীর হোসেন, সাধারন সম্পাদক শাকিল, নাসিক ৬নং ওয়ার্ড তাঁতীলীগের সভাপতি রনি, নাসিক ৭নং ওয়ার্ড তাঁতীলীগের সভাপতি মো: খোরশেদ আলম, সাধারন সম্পাদক বিল্লাল হোসেন, মহানগর তাঁতীলীগের সদস্য রিদয় হোসেন বাবু প্রমুখ। সন্ধ্যায় থানা তাঁতীলীগের কার্যালয়ে দোয়া ও আলোচনা সভা শেষে কেক কাটা হয়।