রাজনীতিসিদ্ধিরগঞ্জ

জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আজম খসরুর নির্দেশে কেন্দ্রীয় কর্মসূচিতে শতশত নেতাকর্মী নিয়ে সাদ্দামের নেতৃত্বে যোগদান

নারায়ণগঞ্জেও সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের উদ্যোগে কর্মসূচি পালন

বজ্রধ্বনি রিপোর্ট : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস  দেশজুড়ে পালিত হয়েছে। ১/১১-এর অগণতান্ত্রিক তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ১৬ জুলাই গণতন্ত্রের মানসকন্যা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়েছিল। এদিনটিকে শেখ হাসিনার কারাবন্দী দিবস হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন।দিনটি উপলক্ষে কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ শ্রমিক লীগও।এদিন জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কেএম আজম খসরুর নির্দেশে বঙ্গবন্ধু এভিনিউতে  কেন্দ্রীয় কর্মসূচিতে সিদ্ধিরগঞ্জ  আঞ্চলিক শ্রমিক লীগের সদস্য সচিব মো:সাদ্দাম হোসেনের নেতৃত্বে   শতশত নেতৃবৃন্দ নিয়ে যোগদান করে সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের সকল নেতৃবৃন্দ। এছাড়াও দিনটি উপলক্ষে কাঁচপুর চিটাগাংরোড মধ্যবর্তী স্থানে সোনারগাঁও এবং সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের শ্রমিক লীগের পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুল কাদির এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুবাইয়াত হোসেন শান্ত, সোঁনারগাও উপজেলায় আয়োজিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের সদস্য সচিব মোঃ সাদ্দাম হোসেন।
এছাড়াও অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন আঞ্চলিক শ্রমিক লীগের যুগ্ন আহবায়ক ইলিয়াস মোল্লা, যুগ্ন আহবায়ক এম মাসুদ রানা, সদস্য সোহেল বেপারী, শেখ পারভেজ হোসেন জিতু, হাজী সিরাজ, মেহেদী হাসান বিপ্লব, শহিদুল ইসলামি উজ্জল, শাহ আলম আরো অন্যান্য নেতৃবৃন্দ। এসময় সাদ্দাম হোসেন তার বক্তব্যে বলেন,মিথ্যা-বানোয়াট, হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলায় জননেত্রী শেখ হাসিনাকে ওয়ান ইলেভেনের তত্ত্বাবধায়ক সরকার ২০০৭ সালের ১৬ জুলাই গ্রেফতার করে। কারা অভ্যন্তরে তাকে হত্যার চেষ্টাও করা হয়েছিল। কিন্তু বঙ্গবন্ধু কন্যা কখনো মাথা নত করেননি। তিনি কখনো ক্ষমতার জন্যে রাজনীতি করেন না, রাজনীতি করেন জনগণের জন্যে। সাংগঠনিক সম্পাদক বলেন- বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহস ও মেধাবী নেতৃত্বে পদ্মা সেতু নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে, নির্মিত হচ্ছে মেট্রোরেল, কর্ণফুলী টানেল, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র।তিনি আরো বলেন, বিএনপি হচ্ছে ষড়যন্ত্র, অপপ্রচার, জঙ্গিবাদ, খুনিদের দল। জনবিচ্ছিন্ন এই দল অপপ্রচার ও মিথ্যাচারে লিপ্ত। কিন্তু সকল ষড়যন্ত্র রুখে দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের কাংখিত গন্তব্যে পৌঁছে যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close