নির্বাচনী হালচালরাজনীতি

শহরে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে এবিএম সিরাজুল মামুনের গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ |
​নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল এলাকায় আসন্ন গণভোটে জুলাই সনদ কার্যকরের লক্ষ্যে “হ্যাঁ” ভোটের পক্ষে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী এবিএম সিরাজুল মামুন। আসন্ন নির্বাচনে গণভোটের পক্ষে জনমত গঠন এবং সাধারণ মানুষকে ‘হ্যাঁ’ ভোট প্রদানের আহ্বান জানিয়ে তিনি এই ক্যাম্পেইন পরিচালনা করেন।

১৬ জানুয়ারি ২০২৬ শুক্রবার সন্ধায় বাবুরাইল এলাকায় তিনি সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে সবাইকে কেন্দ্রে গিয়ে সচেতনভাবে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করেন।

এ সময় এবিএম সিরাজুল মামুন বলেন, “জনগণের অধিকার রক্ষায় সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময় এখনই। আমরা বাবুরাইলসহ নারায়ণগঞ্জ শহর ও বন্দরের সর্বসাধারণের অভূতপূর্ব সাড়া পাচ্ছি। আশা করি, সবাই ঐক্যবদ্ধভাবে সঠিক পথে রায় দেবেন।”

উক্ত গণসংযোগে খেলাফত মজলিসের স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণভাবে এই প্রচারণা সম্পন্ন হয়।

বার্তাপ্রেরক
মুহাম্মদ শরীফ মিয়াজী
মিডিয়া সমন্বয়কারী
নির্বাচন পরিচালনা কমিটি, নারায়ণগঞ্জ-৫
খেলাফত মজলিস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close