জেলা/উপজেলানির্বাচনী হালচালসারাদেশ
আমি আপনাদেরই সন্তান, এ-ই মাটির সন্তান: মনির হোসাইন কাসেমী

নিজস্ব সংবাদদাতা: আমি আপনাদেরই সন্তান, এ-ই মাটির সন্তান। এ-ই দেওভোগ মাদ্রাসার নাম আসলে, আমার বুকের ভেতর চিনচিন করে উঠে। কিছুই করতে পারি নাই, কোনো সুযোগ আসে নাই। এ-ই মাদ্রাসার জন্য কিছু করতে পারি নাই। আর এলাকার কথা তো প্রশ্নেই আসে না। আমার মতো এমন নগণ্য মানুষটাকে আল্লাহ-তাআলা যেহেতু দুইবার সুযোগ দিয়েছে। ২০১৮ সালে পরিবেশ ছিলো না, এজন্য আমরা পারি নাই। কিন্তু এখন পরিবেশ আছে। এ-ই নেয়ামত আমি আপনাদের কাছে আমানত রেখে গেলাম।
বৃহস্পতিবার (৮ জানুয়ারী) বিকেলে ফতুল্লা থানাধীন কাশীপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ডে নাগবাড়ী এলাকার একটি কমিউনিটি সেন্টারে খালেদা জিয়া’র বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে আয়োজিত ও-ই দোয়া মাহফিলে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত জোটের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতী মনির হোসাইন কাসেমী এ-সব কথা বলেছেন।
মনির হোসাইন কাসেমী তার বক্তব্যে আরও বলেন- ধানের শীষের আরেক শ্বাস, তার নাম খেজুর গাছ। আমরা এ-ই দুইটার মধ্যে কোন পার্থক্য করতে চাই না। আমি মনে করি এ-ই দেওভোগবাসী আপনারা আমাকে যেভাবে ব্যবহার করতে চান, এ-ই ইউনিয়নবাসীর ডিসিশনে পুরো ৪ আসন ওঠা নামা করবে। সবার ভাগ্য নির্ধারণ হবে আপনাদের উপরে। এ-ই ধানের শীষের তথা খেজুর গাছের মান-সম্মান আপনাদের ইচ্ছা-অনিচ্ছার উপর ছেড়ে দিয়ে গেলাম।
কাশীপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ডের জনপ্রিয় মেম্বার শফিউদ্দিন খোকন সরদারের সভাপতিত্বে ও-ই দোয়া ও মিলাদ মাহফিলে এসময় আরও উপস্থিত ছিলেন- কাশীপুর ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি নুরুল ইসলাম লাভলু, বাংলাদেশ হোসিয়ারী সমিতির সভাপতি বদিউজ্জামান বদু, জমিয়তে উলামায়ে ইসলাম নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী হারুনুর রশিদ ও বিএনপি নেতা ফরিদ হোসেন সহ অন্যান্য নেতা-কর্মীরা।



