জেলা/উপজেলাসারাদেশ
খালেদা জিয়া’র জন্য না’গঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দল ও নাসিক ১১নং ওয়ার্ড নেতৃবৃন্দের উদ্যোগে মিলাদ ও দোয়া

নিজস্ব সংবাদদাতা: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র সহধর্মিণী, বিএনপি চেয়ারপার্সন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনা করে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আওতাধীন সদর থানার যুগ্ম আহবায়ক মোঃ বদরুল আলম শ্যামল ও নাসিক ১১নং ওয়ার্ডের নেতৃবৃন্দের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারী) বাদ যোহর নারায়ণগঞ্জ সদর থানাধীন কিল্লার পুল এলাকায় কিল্লা শাহী জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সাহাবুল্লা রোমান, সদস্য শরিফুর রহমান, সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক স্বেচ্ছাসেবক দলের মোঃ জহিরুল ইসলাম হারুন, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম সেলিম, সদস্য আহাম্মদ গাজী মুসা, নাসিক ১১নং ওয়ার্ডের আহবায়ক আজিজুল হক টিল্টু, সদস্য সচিব টিপু খান, যুগ্ম আহবায়ক রমজান, নাসিক ১৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রনি মল্লিক, নাসিক ১৬নং ওয়ার্ডের আহবায়ক মোঃ ইয়াছিন আরাফাত পেরন, নাসিক ১৮নং ওয়ার্ডের সদস্য সচিব মোঃ রুবেল প্রধান, নাসিক ১১নং ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক লিটন সরকার, মোঃ রাশেদুল ইসলাম, শিবলী রহমান রানা, নয়ন, টুলু সহ স্থানীয় স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতা-কর্মীরা।
অনুষ্ঠানে মোঃ বদরুল আলম (শ্যামল) বলেন- “আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র মহাকালের বিদায়ে আমরা গভীরভাবে ব্যথিত। আমরা তার রুহের মাগফেরাত কামনা করছি।” এসময় তিনি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’র সার্বিক সুস্থতা কামনা করেন। এবং আগামী দিনে দেশ পরিচালনায় তার সক্রিয় ও বলিষ্ঠ নেতৃত্বের আশাবাদ ব্যক্ত করেন।
সংক্ষিপ্ত আলোচনা শেষে বেগম খালেদা জিয়া’র আত্মার মাগফিরাত কামনা সহ দেশ ও জাতির কল্যাণে মোনাজাতে বিশেষ দোয়া প্রার্থণা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন- হাজীগঞ্জ মাজার মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা সুলতান আহম্মেদ। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তোবারক হিসেবে রান্না করা খিচুড়ি পরিবেশন করা হয়।



