জেলা/উপজেলারাজনীতিসারাদেশ

খালেদা জিয়া’র মৃত্যুতে শোক শ্রদ্ধা জ্ঞাপন করে না’গঞ্জ অটো রিক্সা চালক ইউনিয়ন এর দোয়া

নিজস্ব সংবাদদাতা: আপসহীন দেশনেত্রী, মাদার অব ডেমোক্রেসি ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র ইন্তেকালে গভীর শোক ও শ্রদ্ধার সাথে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক বিহ্বল দোয়া মাহফিলের আয়োজন করেছে নারায়ণগঞ্জ অটো রিক্সা চালক ইউনিয়ন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারী) বিকেলে নগরীর ১নং রেল গেইট স্ট্যান্ডে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ অটো রিক্সা চালক ইউনিয়ন এর আহবায়ক এস. এম. ইমদাদুল হক মিলন’র সভাপতিত্বে ও-ই দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা কে. এম. মাজহারুল ইসলাম জোসেফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের সদস্য সচিব মোঃ ফারুক হোসেন।

দোয়া মাহফিল পূর্বে প্রধান অতিথি বক্তব্যে বলেন- বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন। তিনি ছিলেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আপসহীন সংগ্রামে তিনি আজীবন অবিচল ছিলেন। তার নেতৃত্বেই বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠিত হয়েছে। দেশনেত্রীর জীবনের প্রতিটি অধ্যায় ছিলো, গণমানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের ইতিহাস।

কে. এম. মাজহারুল ইসলাম জোসেফ আরও বলেন- আজ আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহর দরবারে দোয়া করি, মহান আল্লাহ্ যেনো দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। একই সঙ্গে তার রেখে যাওয়া আদর্শ বাস্তবায়নের দায়িত্ব এখন আমাদের উপর। সামনে জাতীয় নির্বাচন। নারায়ণগঞ্জ-৫ আসন সহ নারায়ণগঞ্জের প্রতিটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। জনগণ আজ পরিবর্তন চায়, জনগণ বিএনপি’র দিকেই তাকিয়ে আছে।

তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্যে আরও বলেন- কোনো বিভেদ নয়, কোনো স্বার্থপরতা নয় খালেদা জিয়া’র আদর্শকে বুকে ধারণ করে, ঐক্যবদ্ধ হয়ে পাঁচ আসনের মনোনীত প্রার্থীকে জয়ী করে আনতে হবে।

সভাপতি এস. এম. ইমদাদুল হক মিলন বলেন- বেগম খালেদা জিয়া শুধু একজন প্রধানমন্ত্রী ছিলেন না। তিনি ছিলেন গণতন্ত্রের প্রতীক। স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার আপসহীন নেতৃত্ব বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় তিনি আজীবন সংগ্রাম করেছেন। জাতির এ-ই ক্রান্তিলগ্নে তার আদর্শকে ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে। শোককে শক্তিতে পরিণত করে, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।

দোয়া মাহফিল শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাতে বিশেষ দোয়া প্রার্থণা করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে রান্না করা তোবারক খিচুড়ি বিতরণ করা হয়।

এছাড়াও ও-ই সময় আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও নারায়ণগঞ্জ অটো রিক্সা চালক ইউনিয়ন এর নেতা-কর্মীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close